AFG vs IRE ODI Series (Photo Credit: ACB Media/ X)

সংযুক্ত আরব আমিরাতে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলবে আফগানিস্তান ও আয়ারল্যান্ড। ওয়ানডের আগে দুই দল একমাত্র টেস্ট খেলে, যা আয়ারল্যান্ড জিতেছিল। পল স্টার্লিংয়ের নেতৃত্বাধীন আয়ারল্যান্ড ঐতিহাসিক প্রথ টেস্ট জয়ের আত্মবিশ্বাস ধরে রাখতে চাইবে ওয়ানডেতেও। এই সিরিজে আফগানিস্তানকে নেতৃত্ব দেবেন অধিনায়ক হাশমতউল্লাহ শাহিদি। রহমানউল্লাহ গুরবাজ, ইব্রাহিম জাদরান, আজমতউল্লাহ ওমরজাই, মহম্মদ নবীর মতো গুরুত্বপূর্ণ ক্রিকেটাররাও দলে আছেন। তবে এই সিরিজের জন্য তারা স্পিনার রশিদ খানকে মিস করবে। এদিকে, আয়ারল্যান্ডের দিকে তাকালে হ্যারি টেক্টর, অ্যান্ডি ম্যাকব্রাইন, জর্জ ডকরেল, ব্যারি ম্যাকার্থির মতো তারকাদের নিয়ে ফুল স্ট্রেংথ লাইন আপ রয়েছে তাদের। আফগানিস্তানের বিপক্ষে শেষ পাঁচ ওয়ানডে ম্যাচের চারটিতেই হেরেছে আয়ারল্যান্ড এবং জয় দিয়ে সিরিজ শুরু করতে চাইবে। AFG vs IRE Only Test: আফগানিস্তানকে ৬ উইকেটে হারিয়ে টেস্টে ঐতিহাসিক প্রথম জয় আয়ারল্যান্ডের

হেড-টু-হেডঃ আফগানিস্তান ও আয়ারল্যান্ড একে অপরের বিপক্ষে ৩০টি ওয়ানডে ম্যাচ খেলেছে। আফগানরা ১৬ টি ম্যাচ জিতেছে এবং আইরিশরাও ১৩ টি ম্যাচ জিতেছে। সংযুক্ত আরব আমিরাতে খেলা আফগানিস্তান অবশ্যই এই ম্যাচে জয়ের জন্য ফেভারিট হবে।

আফগানিস্তানঃ রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, রহমত শাহ, হাশমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), রিয়াজ হাসান, আজমতুল্লাহ ওমরজাই, গুলবাদিন নাইব, মহম্মদ নবী, নূর আহমেদ, ফজল হক ফারুকি, ফরিদ আহমেদ মালিক, নাভিদ জাদরান, আল্লাহ গজানফার, নাঙ্গিয়াল খারোতি, বিলাল সামি, ইকরাম আলিখিল।

আয়ারল্যান্ডঃ পল স্টার্লিং (অধিনায়ক), অ্যান্ডি ম্যাকব্রাইন, হ্যারি টেক্টর, লোরকান টাকার (উইকেটরক্ষক) , গ্যারেথ ডেলানি, কার্টিস ক্যাম্পার, জর্জ ডকরেল, অ্যান্ড্রু বালবার্নি, মার্ক অ্যাডেয়ার, ক্রেইগ ইয়ং, ব্যারি ম্যাকার্থি, থিও ভ্যান ওয়ারকম, গ্রাহাম হিউম, ম্যাথু ফস্টার, নিল রক।

কবে, কোথায় আয়োজিত হবে আফগানিস্তান বনাম আয়ারল্যান্ড, প্রথম ওয়ানডে ম্যাচ?

৭ মার্চ শারজাহ ক্রিকেট স্টেডিয়ামে (Sharjah Cricket Stadium) আয়োজিত হবে আফগানিস্তান বনাম আয়ারল্যান্ড, প্রথম ওয়ানডে ম্যাচ।

কখন থেকে শুরু হবে আফগানিস্তান বনাম আয়ারল্যান্ড, প্রথম ওয়ানডে ম্যাচ?

আফগানিস্তান বনাম আয়ারল্যান্ড, প্রথম ওয়ানডে ম্যাচ শুরু হবে ভারতীয় সময় বিকেল ৫টায়।

জেনে নিন টিভিতে কোথায় দেখবেন আফগানিস্তান বনাম আয়ারল্যান্ড, প্রথম ওয়ানডে ম্যাচ

সরাসরি টিভিতে আফগানিস্তান বনাম আয়ারল্যান্ড, প্রথম ওয়ানডে ম্যাচ ভারতে সম্প্রচার করা হবে না।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন আফগানিস্তান বনাম আয়ারল্যান্ড, প্রথম ওয়ানডে ম্যাচ

ভারতে সরাসরি অনলাইনে দেখতে পাবেন ফ্যানকোড অ্যাপে।