ENG vs AFG (Photo Credits: ICC/ X)

Afghanistan National Cricket Team vs England National Cricket Team: আফগানিস্তান জাতীয় ক্রিকেট দল বনাম ইংল্যান্ড জাতীয় ক্রিকেট দল চ্যাম্পিয়ন্স ট্রফির ৮ নম্বর ম্যাচে একে অপরের মুখোমুখি হবে। পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে ম্যাচটি আয়োজিত হবে। চ্যাম্পিয়ন্স ট্রফির 'বি' গ্রুপের ম্যাচে আফগানিস্তানের মুখোমুখি হবে জয়হীন ইংল্যান্ড। মঙ্গলবার রাওয়ালপিন্ডিতে অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকার মধ্যকার ম্যাচে ওয়াশ আউটের ফলে উভয় দলেরই একটি শেষ ম্যাচ বাকি থাকতেই তিন পয়েন্ট রয়েছে। অন্যদিকে শূন্য পয়েন্ট নিয়ে 'বি' গ্রুপের তলানিতে রয়েছে ইংল্যান্ড ও আফগানিস্তান। আজ যে দল হারবে সেই দল এই টুর্নামেন্ট থেকে বাদ পড়বে। অন্যদলের সেমিফাইনালের আশা তখনও বেঁচে থাকবে জয়ী দল এরপর যদি আরেকটি ম্যাচ জিতে নিতে পারে তাহলে তাদের জায়গা পাকা হয়ে যাবে।এই ম্যাচে কিন্তু এগিয়ে আফগানিস্তানই। শেষবার যখন ২০২৩ ওয়ানডে বিশ্বকাপে এই দুই দল মুখোমুখি হয় তখন আফগানিস্তান ইংল্যান্ডকে ৬৯ রানে পরাজিত করে। AFG vs ENG, Champions Trophy 2025 Dream11 Prediction: আফগানিস্তান বনাম ইংল্যান্ড ম্যাচে কে হবে জয়ী? একনজরে চ্যাম্পিয়ন্স ট্রফি ম্যাচের Dream11 Prediction

আফগানিস্তান বনাম ইংল্যান্ড, চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫

আফগানিস্তান স্কোয়াডঃ রহমানুল্লাহ গুরবাজ (উইকেটরক্ষক), ইব্রাহিম জাদরান, সেদিকুল্লাহ অটল, রহমত শাহ, হাসমতুল্লাহ শাহিদি (অধিনায়ক), আজমতুল্লাহ ওমরজাই, মহম্মদ নবী, গুলবাদিন নাইব, রাশিদ খান, নূর আহমেদ, ফজলহাক ফারুকি, ফরিদ আহমেদ মালিক, ইকরাম আলিখিল, নাঙ্গেয়ালিয়া খারোতে, নাভিদ জাদরান।

ইংল্যান্ড স্কোয়াডঃ ফিলিপ সল্ট, বেন ডাকেট, জেমি স্মিথ (উইকেটরক্ষক), জো রুট, হ্যারি ব্রুক, জস বাটলার (অধিনায়ক), লিয়াম লিভিংস্টোন, জোফ্রা আর্চার, আদিল রশিদ, মার্ক উড, জেমি ওভারটন, রেহান আহমেদ, সাকিব মাহমুদ, টম ব্যান্টন, গাস অ্যাটকিনসন।

আফগানিস্তান বনাম ইংল্যান্ড, চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ সম্প্রচার সূচি

কবে, কোথায় আয়োজিত হবে আফগানিস্তান বনাম ইংল্যান্ড, চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ ম্যাচ?

২৬ ফেব্রুয়ারি পাকিস্তানের লাহোরের গাদ্দাফি স্টেডিয়ামে (Gaddafi Stadium, Lahore) আয়োজিত হবে আফগানিস্তান বনাম ইংল্যান্ড, চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ ম্যাচ।

কখন থেকে শুরু হবে আফগানিস্তান বনাম ইংল্যান্ড, চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ ম্যাচ?

আফগানিস্তান বনাম ইংল্যান্ড, চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ ম্যাচ শুরু হবে ভারতীয় সময় দুপুর ২ঃ৩০টায় এবং বাংলাদেশ সময় দুপুর ৩টেয়।

জেনে নিন টিভিতে কোথায় সরাসরি দেখবেন আফগানিস্তান বনাম ইংল্যান্ড, চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ ম্যাচ?

আফগানিস্তান বনাম ইংল্যান্ড, চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ ম্যাচ ভারতে টিভিতে সম্প্রচার করা হবে স্টার স্পোর্টস (Star Sports) এবং স্পোর্টস ১৮ (Sports18) চ্যানেলে। এছাড়া বাংলাদেশে দেখা যাবে টি স্পোর্টসে (T Sports) এবং নাগরিক টিভিতে (Nagorik TV)।

জেনে নিন অনলাইনে কোথায় সরাসরি দেখবেন আফগানিস্তান বনাম ইংল্যান্ড, চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ ম্যাচ?

আফগানিস্তান বনাম ইংল্যান্ড, চ্যাম্পিয়ন্স ট্রফি ২০২৫ ম্যাচ ভারতে অনলাইনে সম্প্রচার করা হবে জিওহটস্টার (JioHotstar) অ্যাপে এবং বাংলাদেশে দেখা যাবে টফি (Toffee) অ্যাপে।