বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য দল ঘোষণা করেছে পাকিস্তান। রাওয়ালপিন্ডিতে পাকিস্তান ১০ উইকেটে হেরে যাওয়া প্রথম টেস্টে সবচেয়ে উল্লেখযোগ্য অনুপস্থিত স্পিনার আবরার আহমেদকে (Abrar Ahmed) ফিরিয়ে এনেছে আয়োজকরা। দ্বিতীয় টেস্টে আবরারের পাশাপাশি স্পিন বোলিং অলরাউন্ডার কামরান গুলাম (Kamran Ghulam) ও ফাস্ট বোলার আমির জামালকে (Aamir Jamal) দলে নিয়েছে পাকিস্তান। এক সংবাদ বিজ্ঞপ্তিতে পাকিস্তান নিশ্চিত করেছে, সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে জামালের প্রাপ্যতা তার ফিটনেসের ওপর নির্ভর করবে। আগের টেস্টে নাজমুল শান্তর দলের বিপক্ষে পাকিস্তানের লজ্জাজনক হারের পর এই পদক্ষেপ নেওয়া হয়েছে। বাংলাদেশের বিপক্ষে ইতিহাসে প্রথমবার টেস্ট হেরেছে পাকিস্তান। বাংলাদেশ 'এ' দলের বিপক্ষে চার দিনের ম্যাচে পাকিস্তানের হয়ে প্রথম টেস্টের দল থেকে বাদ পড়েন আবরার ও গুলাম। প্রথম টেস্ট চলাকালীন সন্তানের জন্মের জন্য চলে যাওয়া শাহিন শাহ আফ্রিদি ফিরেছেন দলে। রাওয়ালপিন্ডি ক্রিকেট স্টেডিয়ামে নির্ণায়ক ম্যাচ খেলবেন এই বাঁহাতি পেসার। PAK Cricketers in CPL 2024: ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে খেলতে অনুমতি পেলেন আজম খান সহ তিন পাক ক্রিকেটার
প্রথম টেস্টে স্লো পিচে পাকিস্তানের পেসাররা খুব একটা সফলতা পাননি, অন্যদিকে বাংলাদেশের স্পিনার সাকিব আল হাসান ও মেহেদী হাসান মিরাজ সাত উইকেট ভাগাভাগি করে বাংলাদেশকে ১০ উইকেটের স্মরণীয় জয় এনে দেন। সেই কারণে ছয় টেস্টে ৩৮ উইকেট নেওয়া আবরারের সঙ্গে দলে যুক্ত হয়েছেন আনক্যাপড স্পিন বোলিং অলরাউন্ডার কামরান গুলামও। দ্বিতীয় টেস্টে পাকিস্তানের প্রথম একাদশে মহম্মদ আলী ও খুররম শাহজাদের পরিবর্তে তাকে একাদশে রাখা হতে পারে।
বাংলাদেশের বিপক্ষে দ্বিতীয় টেস্টের জন্য পাকিস্তান স্কোয়াড: শান মাসুদ (অধিনায়ক), সৌদ শাকিল (সহ-অধিনায়ক), আমির জামাল (ফিটনেস সাপেক্ষে), আবরার আহমেদ, আবদুল্লাহ শফিক, বাবর আজম, কামরান গুলাম, খুররম শাহজাদ, মির হামজা, মহম্মদ আলী, মহম্মদ হুরাইরা, মহম্মদ রিজওয়ান (উইকেটরক্ষক), নাসিম শাহ, সাইম আইয়ুব, সালমান আলী আগা, সরফরাজ আহমেদ (উইকেটরক্ষক), শাহিন শাহ আফ্রিদি।