Harbhajan Singh (Photo Credits: IANS)

নতুন দিল্লি, ১৭ মার্চ: আম আদমি পার্টির (Aam Aadmi Party) টিকিটে রাজ্যসভার (Rajya Sabha) সাংসদ হতে পারেন ভারতীয় ক্রিকেট দলের প্রাক্তন স্পিনার হরভজন সিং (Harbhajan Sing)। এই মাসের শেষ নাগাদ রাজ্যসভায় সাংসদ পাঠানোরপ জন্য আপ (AAP)-র হাতে পাঁচটি আসন থাকবে। দলের একটি সূত্র জানিয়েছে যে প্রাক্তন অফ স্পিনার হরভজন সিংয়ের নাম পঞ্জাব থেকে রাজ্যসভার প্রার্থীদের তালিকায় রয়েছে।

পঞ্জাবের মুখ্যমন্ত্রী ভগবন্ত মান ভোটের প্রচারের সময় জলন্ধরে স্পোর্টস ইউনিভার্সিটি প্রতিষ্ঠার প্রতিশ্রুতি দিয়েছিলেন। সূত্রটি জানিয়েছে, মুখ্যমন্ত্রী এই স্পোর্টস ইউনিভার্সিটির দায়িত্ব হরভজন সিংকে দিতে পারেন। মুখ্যমন্ত্রী রাজ্যে খেলাধুলার প্রচার করতে চান এবং শীঘ্রই এই বিষয়ে সিদ্ধান্ত নিতে পারেন। আরও পড়ুন: ICC Test Rankings: পাঁচ তারা পারফরম্যান্স দেখিয়ে টেস্টে প্রথম পাঁচে বুমরা, নামতে নামতে নয়ে কোহলি

১১৭ আসন বিশিষ্ট পঞ্জাব বিধানসভায় ৯২ আসন পেয়ে সরকার গড়েছে আম আদমি পার্টি। গতকালই মুখ্যমন্ত্রী হিসেবে শপথ নিয়েছেন ভগবন্ত মান।