2011 World Cup Final (Photo Credits: Getty Images) .. Read more at: https://www.latestly.com/sports/cricket/2011-cricket-world-cup-final-was-fixed-alleges-sri-lankan-minister-mahela-jayawardene-kumar-sangakkara-rubbishes-the-claim-1831435.html

২০১১ সালে ক্রিকেট বিশ্বকাপ (2011 Cricket World Cup) ফাইনালে গড়াপেটা হয়েছিল। এই অভিযোগ করলেন শ্রীলঙ্কার (Sri Lanka) প্রাক্তন ক্রীড়ামন্ত্রী মাহিন্দানান্দা অতুলগামাগের (Mahindananda Aluthgamage)। তাঁর অভিযোগ, ২০১১ সালের বিশ্বকাপ ফাইনাল ভারতের কাছে নাকি বিক্রি করে দিয়েছিল শ্রীলঙ্কা। বছর তিনেক আগে একই অভিযোগ তুলেছিলেন শ্রীলঙ্কার বিশ্বকাপজয়ী প্রাক্তন অধিনায়ক অর্জুনা রনতুঙ্গা। যদিও প্রাক্তন ক্রীড়ামন্ত্রীর এই দাবি খারিজ করে দিয়েছেন শ্রীলঙ্কার প্রাক্তন খেলোয়াড় মাহেলা জয়াবর্ধনে এবং কুমার সাঙ্গাকারা। ১৯৮৩ সালের পর ২০১১ সালে ক্রিকেটের বিশ্বকাপ জেতে মহেন্দ্র সিং ধোনির নেতৃত্বাধীন টিম ইন্ডিয়া। ৯১ রানের অপরাজিত ইনিংসের জন্য ম্যান অফ দ্য ম্যাচ নির্বাচিত হন ধোনি।

মাহিন্দানান্দা অতুলগামাগে শ্রীলঙ্কার ক্রীড়ামন্ত্রী ছিলেন ২০১০ থেকে ২০১৫ সাল পর্যন্ত। বর্তামেন তিনি সে দেশের বিদ্যুত্ মন্ত্রীর দায়িত্ব পালন করছেন। শ্রীলঙ্কার সিরাসা টিভিকে দেওয়া এক সাক্ষাত্কারে তিনি বলেন, "সে দিন আমরা বিশ্বকাপ ফাইনাল ভারতের কাছে বিক্রি করে দিয়েছিলাম। এতে ক্রিকেটাররা জড়িত ছিল না তবে অন্যান্য বেশ কিছু বিভাগ যুক্ত ছিল। আমি তখন নিজে ছিলাম এই দেশের ক্রীড়ামন্ত্রী। আমিও বিশ্বাস করি সেই বিশ্বকাপ ফাইনাল বিক্রি হয়েছিল। আসলে সেই সময় আমি এই সব তথ্য ফাঁস করতে চাইনি।" আরও পড়ুন: S Sreesanth: সাত বছরের নির্বাসন কাটিয় মাঠে ফিরতে চলেছেন এস শ্রীসন্ত? সুযোগ পেতে পারেন কেরালা রনজি দলে

দেশের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী বক্তব্য সামনে আসতেই কড়া প্রতিক্রিয়া দিয়েছেন ২০১১ সালের বিশ্বকাপ ফাইনাল খেলা মাহেলা জয়াবর্ধনে এবং কুমার সাঙ্গাকারা। এই বিষয়ে প্রাক্তন ক্রীড়ামন্ত্রী প্রমাণ দিক বলে তাঁরা পালটা দাবি করেছেন। জয়াবর্ধনে লেখেন, "নির্বাচন কি এসে গেছে মনে হচ্ছে? সার্কাস শুরু হয়ে গেছে। নাম ও প্রমাণ কোথায়?" সাঙ্গাকারা লিখেছেন, "উনি সব প্রমাণ আইসিসি এবং অ্যান্টি দুর্নীতি ও সুরক্ষা ইউনিটের কাছে জমা দিন। যাতে বিষয়টি তদন্ত করা যায়।"