N Jagadeesan replace Rishabh Pant (Photo Credit: X@cricbuzz)

ম্যাঞ্চেস্টার টেস্টের প্রথম দিন ক্রিস ওকসের বল রিভার্স সুইপ মারতে গিয়ে পায়ে চোট পান ঋষভ পন্থ। দ্বিতীয় দিন শুরুর আগে জানা যায়, পায়ের হাড় ভেঙ্গেছে তাঁর। তবুও সকলকে অবাক করে দিয়ে খেলতে নামেন তিনি। তবে ব্যাট করলেও কিপিং করতে পারেননি তিনি। তাঁর বদলে ধ্রুব জুরেলকে মাঠে নামাতে হয়। এরপর গিল-রাহুল-জাদেজা-সুন্দরদের কাঁধে ভর দিয়ে চতুর্থ টেস্ট ড্র করে ভারত। তবে চোট গুরুতর হওয়ায় ভারতের উইকেটরক্ষক-ব্যাটসম্যান ঋষভ পন্ত সিরিজের পঞ্চম ও শেষ টেস্ট থেকে ছিটকে গেছেন। এরপর বিসিসিআই পুরুষ নির্বাচন কমিটি গতকাল রাতে ঘোষণা করেছে যে লন্ডনের কেনিংটন ওভালে ৩১ জুলাই, ২০২৫ তারিখে শুরু হওয়া পঞ্চম টেস্টের জন্য পন্থের স্থলাভিষিক্ত হবেন নারায়ণ জগদীশন।

 

নারায়ণ জগদীশন ৫২টি প্রথম-শ্রেণীর ম্যাচে ৪৭.৫০ গড়ে ৩,৩৭৩ রান করেছেন। যার মধ্যে ১০টি সেঞ্চুরি এবং ১৪টি হাফসেঞ্চুরিও রয়েছে।রঞ্জি ট্রফিতে ২০২৩-২৪ সালে, তিনি ১৩ ইনিংসে ৭৪.১৮ গড়ে ৮১৬ রান করেছিলেন। এরপর ২০২৪-২৫ মরসুমে ১৩ ইনিংসে ৫৬.১৬ গড়ে ৬৭৪ রান করেন।

২৯ বছর বয়সী জগদীশন রবিবার সকালেই তাঁর ভিসা পেয়েছেন বলে জানা গেছে এবং মঙ্গলবারের মধ্যে লন্ডনে দলের সঙ্গে যোগ দেবেন। ধ্রুব জুরেলের ব্যাকআপ হিসেবে তিনি থাকবেন।

পঞ্চম টেস্টের জন্য ভারতের স্কোয়াড: শুবমন গিল (অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, অভিমন্যু ইশ্বরন, করুণ নায়ার, রবীন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল (উইকেটরক্ষক), ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, জাসপ্রীত বুমরাহ, মহম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, আকাশ দীপ, কুলদীপ যাদব, অংশুল কাম্বোজ, আর্শদীপ সিং এবং এন জগদীশান (উইকেটরক্ষক)।