IOA Makes Formal Bid To Host Olympics 2036. (Photo Credits: X)

LA Olympics 2028 Cricket: দীর্ঘ ১২৮ বছর পর অলিম্পিক গেমসে ফিরতে চলেছে ক্রিকেট। এই প্রথম অলিম্পিকে (Los Angeles Olympics 2028) খেলতে চলেছে ভারতীয় ক্রিকেট দল (Indian Cricket Team)। ১৯০০ সালে প্যারিস অলিম্পিকের দুটি দল অংশ নেওয়ার পর, আর কখনও অলিম্পিকে অন্তর্ভুক্ত করা হয়নি বাইশ গজের খেলা। ফুটবলের পর জনপ্রিয়তার সংখ্যার বিচারে ক্রিকেট দুনিয়ার দ্বিতীয় খেলা হলেও, বাইশ গজের খেলাকে অনেক আবেদনের পর অলিম্পিকে জায়গা দেওয়া হয়নি। তাই ডন ব্র্যাডম্য়ান থেকে গ্যারি সোবার্স, অ্যালেন বর্ডার, সচিন তেন্ডুলকর থেকে জাক কালিসদের কখনও অলিম্পিকে খেলার স্বপ্নপূরণ হয়নি। তবে ২০২৮ লস অ্য়াঞ্জেলস অলিম্পিকে খেলা হবে পুরুষ ও মহিলাদের টি-২০ ক্রিকেট। লস অ্যাঞ্জেলস থেকে ৫০ কিলোমিটার দূরে ছোট্ট সুন্দর শান্ত শহর পামোনায় হবে পুরুষ ও মহিলাদের টি-২০ ক্রিকেটের অলিম্পিক খেলা।

কটি দেশ খেলছে

পামোনার ফেয়ারগ্রাউন্ড স্টেডিয়ামে হবে সব কটি ম্য়াচ। দুটি বিভাগেই ৬টি করে দেশ অংশ নেবে। প্রতিটি দলে ১৫ জন করে ক্রিকেটার থাকবেন। ২০২৮ সালের ১২ জুলাই থেকে শুরু হবে অলিম্পিকে বাইশ গজের খেলা। ২০ ও ২৯ জুলাই পদকের ম্য়াচগুলি হবে। মহিলাদের সোনা ও ব্রোঞ্জ নির্ধারক ম্য়াচ দুটি হতে পারে ২০ জুলাই ও পুরুষদের ক্ষেত্রে সেটি হবে ২৯ জুলাই। প্রতিদিন দুটি করে খেলা প্রসঙ্গত, ২০১০, ২০১৪ ও ২০২৩ এশিয়ান গেমসে মহিলাদের টি-২০ ক্রিকেট খেলা হয়। ২০২৪ টি-২০ বিশ্বকাপের আসর বসেছিল মার্কিন যুক্তরাষ্ট্র ও ওয়েস্ট ইন্ডিজ।

অলিম্পিকে ফিরছে ক্রিকেট

১২ জুলাই থেকে শুরু লস অ্যাঞ্জেলস অলিম্পিকে ক্রিকেটের খেলা

২০২৮ অলিম্পিকে পুরুষ ও মহিলাদের টি-২০ ক্রিকেটে কোন ৬টি দল খেলবে তার জন্য কোয়ালিফায়ার রাউন্ড বা টি-২০ ক্রিকেটে আইসিসি ব়্যাঙ্কিংয়ের ভিত্তিতে হতে পারে। খুব সম্ভবত, আয়োজক দেশ হিসেবে আমেরিকা দুটি বিভাগেই খেলবে। ওয়েস্ট ইন্ডিজ, ইংল্য়ান্ড ও আয়ারল্য়ান্ড আইসিসি-র সদস্য হলেও অলিম্পিক কমিটির সদস্য নয়। ক্যারিবিয়ান দ্বীপপুঞ্জের দেশগুলি এক হয়ে আন্তর্জাতিক ক্রিকেট খেললেও, জামাইকা, বার্বাডোজ..এভাবে আলাদা দেশ হয়ে অলিম্পিকে খেলে। আবার ইংল্য়ান্ড, ওয়েলশ, আয়ারল্য়ান্ড এসঙ্গে হয়ে গ্রেট ব্রিটেন নামে অলিম্পিকে খেলে।