তার পরের বছর কাতারে অনবদ্য খেলে মেসি দেশকে বহু কাঙ্খিত বিশ্বকাপ খেতাব এনে দেন। তারপর ২০২৪ কোপায় চ্যাম্পিয়ন গল আর্জেন্টিনা। মহাসাফল্যের একটা বড় বৃত্ত সম্পূর্ণ হল মেসিদের।
এক নজরে কোপা আমেরিকা ২০২৪-
চ্যাম্পিয়ন- আর্জেন্টিনা
রানার্স-কলম্বিয়া
তৃতীয় স্থান- উরুগুয়ে
চতুর্থ স্থান- কানাডা
ফাইনালের সেরা খেলোয়াড়- অ্যাঞ্জেল ডি'মারিয়া (আর্জেন্টিনা)
টুর্নামেন্টের সেরা খেলোয়াড়- জেমস রডরিগেজ (কলম্বিয়া)
সেরা গোলকিপার- এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)
টুর্নামেন্টে সর্বাধিক গোলদাতা- লাউতারো মার্টিনেজ (আর্জেন্টিনা)
ফেয়ার প্লে ট্রফি- কলম্বিয়া
নজিরে মেসি
২৫টি ট্রফি জিতে মেসি এখন দুনিয়ার সবচেয়ে বেশী সুসজ্জিত (কাপ জেতায় সাফল্যের বিচারে) ফুটবলার। ভাঙলেন ড্যানি আলভেসের রেকর্ড।
আর্জেন্টিনার নজির
কোপা আমেরিকার ইতিহাসে উরুগুয়েকে ছাপিয়ে সবচেয়ে বেশীবার চ্যাম্পিয়ন হওয়ার নজির গড়ল আর্জেন্টিনা। মেসি-মারাদোনার দেশে মোট ১৬ বার কোপা আমেরিকায় চ্যাম্পিয়ন হল। সেখানে উরুগুয়ে ১৪ বার, ব্রাজিল ৯ বার, প্যারাগুয়ে, পেরু, চিলি ২ বার করে ও বলিভিয়া এবং কলম্বিয়া ১ বার করে লাতিন আমেরিকার এক নম্বর ফুটবল টুর্নামেন্টে চ্যাম্পিয়ন হয়েছে।
এবার কীভাবে চ্যাম্পিয়ন হল আর্জেন্টিনা
গ্রুপ লিগে কানাডা ও পেরুকে ২-০ গোলে ও চিলিকে ১-০ গোলে হারায় স্কালোনির দলের ছেলেরা। গ্রুপে সব কটা ম্যাচ জিতে কোয়ার্টার ফাইনালে ইকুয়েডরের বিরুদ্ধে নির্ধারিত সময়ে ১-১ গোলে ড্র হওয়ার পর, টাইব্রেকারে দুরন্ত সেভ করে দলকে সেমিফাইনালে তুলেছিলেন আর্জেন্টিনার গোলকিপার এমিলিনো মার্টিনেজ। এরপর সেমিফাইনালে কানাডাকে ২-০ গোলে হারান মেসিরা। আর খেতাব জয়ের ম্যাচে ম্যাচের অতিরিক্ত সময়ের ১১ মিনিটে অনবদ্য গোল করে দলকে খেতাব জেতান লাওতারো মার্টিনেজ। এবারের কোপায় আর্জেন্টিনা মোট ৮টি গোল করে, এবং একটি গোল হজম করে।