Amit Panghal wins GOLD. (Photo Credits: Twitter)

ভারত্তোলন, কুস্তির পর এবার চলতি কমনওয়েলথ গেমসে বড় সাফল্যের পথে ভারতীয় বক্সাররা। ভারত্তোলনে তিনটি সোনা, কুস্তিতে ৬টি সোনার পর এবার এখনই বক্সিং থেকে দুটি সোনা জিতে নিল ভারত। এখনও দুটি ইভেন্টের ফাইনালে নামা ভারতীয় বক্সারদের। চলতি গেমসে বক্সিংয়ে নীতু দেশের প্রথম সোনা জেতার পর পুরুষদের ৫১ কেজি বিভাগে সোনা জিতলেন অমিত পাঙ্ঘাল। মহিলাদের ৪৮ কেজি বিভাগের ফাইনালে ইংল্যান্ডের বক্সারকে উড়িয়ে সোনা জিতলেন নীতু ঘাঙ্ঘাস।

সব মিলিয়ে চলতি কমনওয়েলথ গেমসে ভারতের ১৫টি সোনা জেতা হয়ে গেল।  ১৫টি সোনার পাশাপাশি ভারত এখনও পর্যন্ত ১১টি রুপো, ১৭টি ব্রোঞ্জ জিতেছে।

দেখুন ছবিতে

এদিকে, মহিলাদের হকিতে নিউ জিল্যান্ডকে পেনাল্টি শ্যুট আউটে হারিয়ে ব্রোঞ্জ জিতল ভারত। ১৬ বছর পর কমনওয়েলথ গেমসে পদক জিতল ভারত। গত বছর টোকিও অলিম্পিকে ব্রোঞ্জ জয়ের ম্যাচে ইংল্যান্ডের কাছে হেরে প্রথমবার পদক জয়ের স্বপ্নভঙ্গ হয়েছিল ভারতীয় মহিলা দলের। গতবার ২০১৮ গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসেও ব্রোঞ্জ জয়ের ম্যাচে হারতে হয়েছিল। তবে এবার পদক এল। ম্যাচের ৫৯ পর্যন্ত ১-০ এগিয়ে থেকেও শেষ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল হজম করেছিল ভারত। এরপর পেনাল্টি শ্যুট আউটে জিতে ব্রোঞ্জ জিতল ভারতীয় মহিলা হকি দল।

আরও একবার কমনওয়েলথ গেমসে পদক জেতা নিশ্চিত করলেন পিভি সিন্ধু। বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে উঠলেন সিন্ধু। রবিবার সেমিফাইনালে বিশ্বের ১৮ নম্বর সিঙ্গাপুরের ইয়াও জিয়া মিন-কে ২১-১৯, ২১-১৭-কে হারালেন সিন্ধু। মহিলাদের ব্যাডমিন্টনের সিঙ্গলসে ২০১৪ গ্লাসগো কমনওয়েলথ গেমসে ব্রোঞ্জ, ২০১৮ গোল্ডকোস্ট গেমসে রুপো জিতেছিলেন সিন্ধু। ফলে এবারই প্রথম কমনওয়েলথ গেমসের সিঙ্গলসে সোনা জয়ের হাতছানি ভারতের জোড়া অলিম্পিক পদকজয়ী মহাতারকা শাটলারের সামনে। যদিও ২০১৮ গোল্ডকোস্ট কমনওয়েলথ গেমসে মিক্সড টিম বিভাগে সোনা জিতেছিলেন সিন্ধু।