CWG 2022,Day 11 India Schedule: হকির ফাইনাল থেকে সিন্ধু-লক্ষ্যদের সোনার জেতার ম্যাচ, আজ কমনওয়েলথ গেমসে ভারতের সূচি
Sindhu। (File Image)

কমনওয়েলথ গেমসে আজ, সোমবার শেষ দিন। আগামিকাল, মঙ্গলবার হবে সমাপ্তি অনুষ্ঠান। গেমসের ১১তম দিনে ভারতের সামনে বেশ কয়েকটি ইভেন্ট সোনা জয়ের হাতছানি। ব্যাডমিন্টনের পুরুষ ও মহিলাদের সিঙ্গলসের ফাইনালে নামবেন যথাক্রমে লক্ষ্য সেন (ভারতীয় সময় দুপুর ২টো ১০ ও পিভি সিন্ধু (দুপুর ১টা ২০ মিনিট)। পাশাপাশি ব্যাডমিন্টনে পুরুষদের ডবলসের ফাইনালে খেলবেন চিরাগ শেঠি-সাত্যকসিরাজ রানকিরিড্ডি (দুপুর ৩টে)।

এরপর পুরুষদের হকির ফাইনালে খেলবে ভারত-অস্ট্রেলিয়া (বিকেল ৫টা)। টেবল টেনিসে পুরুষদের সিঙ্গলসের সোনা জয়ের ম্যাচে খেলবেন ভারতের তারকা শরত কমল (৪টে ২৫মিনিট)। গতকাল, মিক্সড ডবলসে সোনা জেতেন শরত। এখনও পর্যন্ত ভারত চলতি কমনওয়েলথ গেমসে ১৮টি সোনা, ১৫টি রুপো ২২টি ব্রোঞ্জ জিতে পাঁচ নম্বরে আছে। শেষ দিনে পাঁচটা সোনা জয়ের হাতছানি রয়েছে ভারতের সামনে।

পদক তালিকায় চার নম্বরে আছে নিউ জিল্যান্ড। কিউইরা জিতেছে ১৯টি সোনা, ১২টি রুপো, ১৭টি ব্রোঞ্জ। ভারতের সুযোগ থাকছে নিউ জিল্যান্ডকে টপকে পদক তালিকায় চার নম্বরে শেষ করার।