Chris Woakes Retirement: আন্তর্জাতিক ক্রিকেট থেকে আচমকা অবসর ঘোষণা করলেন ইংল্যান্ডের তারকা অলরাউন্ডার ক্রিস ওকস। ৩৬ বছরের ৬ ফুট ২ ইঞ্চির দীর্ঘকায় পেসার-অলরাউন্ডার ওকসকে আর ইংল্যান্ডের হয়ে খেলতে দেখা যাবে না। ১৪ বছর দেশের হয়ে ৩৭৬টি আন্তর্জাতিক ম্য়াচ খেলার পর অবসর ঘোষণা করলেন বার্মিংহ্যামের এই তারকা অলরাউন্ডার। বছর দুয়েক ধরেই দেশের হয়ে টি-২০ ও ওয়ানডে ম্য়াচে খেলছিলেন না, তবে টেস্টে খেলেছিলেন। ক মাস আগে ভারতের বিরুদ্ধে ওবালে টেস্টে কাঁধে গুরুতর চোট পাওয়ার পর আর আন্তর্জাতিক ক্রিকেটে প্রত্য়াবর্তন না করার সিদ্ধান্ত নিলেন ইংল্যান্ডের তারকা এই অলরাউন্ডার।
ওকসের কেরিয়ার-এক নজরে
আসন্ন অ্যাসেজ সিরিজে তাঁকে স্কোয়াডে রাখেননি ইংল্যান্ডের নির্বাচকরা। ইয়ান বোথাম, অ্যান্ড্র ফ্লিন্টফের পর ইংল্য়ান্ড ক্রিকেটে সবচেয়ে সেরা পেসার-অলরাউন্ডার হয়ে উঠবেন ওকস এমন আশা করেছিলেন নির্বাচকরা। কিন্তু ওকসের সঙ্গেই আন্তর্জাতিক ক্রিকেটে অভিষেক হওয়া বেন স্টোকস সব কিছুতেই টেক্কা দেন। শেষ পর্যন্ত ৬২টি টেস্ট, ১২২টি ওয়ানডে আর ৩৩টি আন্তর্জাতিক টি-২০ খেলে ক্রিস ওকসের ক্রিকেটীয় কেরিয়ার শেষ হল। টেস্টে ব্য়াট হাতে দু হাজারের কিছু বেশি রান, ও ১৯২টি উইকেট আছে। টেস্টে ১টি সেঞ্চুরি, ৭টি হাফ সেঞ্চুরি আছে ওকসের।
দেখুন খবরটি
After 14 years, Chris Woakes has announced his international retirement pic.twitter.com/XlpM7EimoI
— ESPNcricinfo (@ESPNcricinfo) September 29, 2025
স্টোকসের কাছে পিছিয়ে পড়ন ওকস
বল হাতে পাঁচবার ইনিংসে পাঁচ উইকেট নিয়েছেন, একবার ম্য়াচে দশ উইকেটও নিয়েছেন। ওয়ানডে-তে ব্যাট হাতে দেড় হাজারের বেশি রান ও ১৭৩টি উইকেট আছে। তিন ফর্ম্যাট মিলিয়ে ইংল্যান্ডের জার্সিতে ক্রিস ওকস মোট ৩৭৬টি ম্য়াচ খেলেছেন, করেছেন মোট ৩৭০৫ রান, ও উইকেট নিয়েছেন মোট ৩৯৬টি। মোটের ওপর ওকসের রেকর্ড ভালই বলা চলে। কিন্তু যারা তাঁর খেলা দেখেছেন, প্রতিভার কথা জানেন তারা বলবেন, ওকসের কেরিয়ারের রেকর্ড আরও উজ্জ্বল হওয়া উচিত। তিনি ব্যাটার পেসার অলরাউন্ডার হিসাবে এসে, শেষ পর্যন্ত পেস বোলার-ব্যাটার তকমাতেই আটকে যান। দলে নিয়মিত হওয়ার লড়াইয়ে স্টোকসের কাছে পিছিয়ে পড়েন। তবে টিমম্যান ওকসের কোনও তুলনা নেই। কমাস আগেই ভারতের বিরুদ্ধে টেস্ট সিরিজের শেষ ম্য়াচে ওভাল টেস্টের শেষ ইনিংসে ভাঙা কাঁধে এক হাতেই কোনওরকমে ব্যাট নিয়ে নেমে পড়ে দলের হার বাঁচাতে নেমেছিলেন ওকস। একটা হাতে ওকস ব্যাট ধরেছিলেন, আর অন্য হাতটা ছিল সোয়েটারের ভিতরে স্লিংয়ে ঝোলানো। সেদিন ইংল্যান্ড হেরে গেলেও গোটা ক্রিকেট বিশ্বের হৃদয় জিতেছিলেন।
কবে অভিষেক হয়
২০১৩ অ্যাসেজ সিরিজে ওভালে টেস্ট ক্রিকেটে অভিষেক হয়েছিল ক্রিস ওকসের। তার আগে ২০১১ সালে অ্যাডিলেডে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে জানুয়ারিতে টি-২০ ও ওয়ানডে সিরিজে অভিষেক হয়েছিল ওকসের। আন্তর্জাতিক ক্রিকেটে ওকসের শেষ উইকেটশিকার হয়ে থাকলেন টিম ইন্ডিয়ার তারকা ওপেনার কেএল রাহুল। ওভাল টেস্টে প্রথম ইনিংসে একটা উইকেট নেওয়া স্পেলে ওকস কাঁধে গুরুতর চোট পান। গুরুতর চোট থাকায় সেই টেস্টে প্রথম ইনিংসে ব্যাট করেননি তিনি। তবে দলের প্রয়োজনে ভাঙা কাঁধেই অসম্ভব যন্ত্রমা নিয়ে ব্যাট হাতে নেমে পড়েছিলেন। ওভালে একটা বল না খেললেও, হেরে গেলেও ওকস ক্রিকেট বিশ্বের হিরো হয়ে যান।