China Beats India: Asia Cup Women's Hockey 2025 ফাইনালের ১৯ মিনিট পর্যন্ত এক গোলে এগিয়ে থেকেও শেষ পর্যন্ত চিনকে হারানো গেল না। ১১ মিনিটের মধ্যে শেষের তিনটি গোল খেয়ে এশিয়া কাপ হকির ফাইনালে হারল ভারতীয় মহিলা হকি দল। ভারতকে ৪-১ গোলে হারিয়ে তৃতীয় বার মহিলাদের এশিয়া কাপ হকিতে চ্যাম্পিয়ন হল চিন। পাশাপাশি আগামী বছর বেলজিয়াম ও নেদারল্যান্ডসে হতে চলা মহিলাদের বিশ্বকাপ হকি (Women's Hockey World Cup 2026)-র মূলপর্বে খেলার যোগ্যতাঅর্জন করল চিন। কদিন আগে রাজগিরে দক্ষিণ কোরিয়াকে হারিয়ে চ্যাম্পিয়ন হয়ে যেভাবে ভারতীয় পুরুষ হক দল বিশ্বকাপের টিকিট কেটেছিল। ভারতীয় মহিলা দলকে এবার বিশ্বকাপ হকিতে খেলতে হলে কোয়ালিফাইং রাউন্ডে খেলতে হবে। চলতি এশিয়া কাপে সুপার ফোরেও চিনের কাছে ১-৪ গোলে পরাস্ত হয়েছিল ভারতীয় মহিলা হকি দল।
11 মিনিটের মধ্যে তিনটি গোল হজম করে হার ভারতের মেয়েদের
হাইঝাউতে এদিন ফাইনালে ম্যাচের একেবারে শুরুতে নবনীত কৌরের গোলে এগিয়ে যায় ভারত। গোল করার পর আক্রমণের ঝাঁঝ বাড়ায় ভারত। কিন্তু দ্বিতীয় কোয়ার্টারে ম্যাচে ফিরে ২০ মিনিটে ঝিজাই ওউয়ের গোলে সমতায় ফেরে চিন। এরপর প্রথমার্ধের খেলা শেষ হয় ১-১ অবস্থা। তৃতীয় কোয়ার্টারে চিন সর্বশক্তি উজাড় করে ঝাঁপায়। এরপর ৪১ মিনিটে হং লি-র প্রতি আক্রমণ থেকে করা গোলে এগিয়ে যায় চিন। তারপরই ম্যাচ থেকে হারিয়ে যায় ভারতের মেয়েরা। খেলার শেষ দশ মিনিটে পরপর দুটি গোল খেয়ে হার নিশ্চিত হয় ভারত। আট বছর পর ফাইনালে খেলতে নেমে শেষ পর্যন্ত স্বপ্নভঙ্গ হল সালিমা তেতেদের।
ফাইনালে হেরে রানার্স ভারত
#News 🇮🇳 India finish runners-up at the Women’s Hockey Asia Cup after a 1-4 loss to China in the final
Navneet Kaur netted India’s only goal as the team fought hard in a high-paced contest. 🏑💪
India also miss direct 2026 World Cup qualification & will now go through the… pic.twitter.com/xTK4f6IncB
— The Bridge (@the_bridge_in) September 14, 2025
বিশ্ব মহিলা হকিতে ভারতের থেকে অনেকটাই শক্তিশালী চিন
মহিলাদের বিশ্ব হকিতে এশিয়ার মধ্যে সবচেয়ে শক্তিশালী দেশ চিন। বিশ্ব ব়্যাঙ্কিংয়ে ৪ নম্বর থাকা চিনে আগামী বছর বিশ্বকাপে সোনা জয়ের দাবিদার। অন্যদিকে, ভারতীয় মহিলা হকি দল বিশ্ব হকিতে ১০ নম্বর স্থানে আছে। গত বছর প্য়ারিস অলিম্পিকের মূলপর্বে উঠতে পারেনি ভারতীয় মহিলা হকি দল। ২০২০ টোকিও অলিম্পিকে পদক না জিতলেও সেমিফাইনালে ওঠার পর চক দে ব্রিগেডের ফল বেশ হতাশার।