Chelsea qualified for Champions League. (Photo Credits: X)

শেষ হল চলতি মরসুমের প্রিমিয়র লিগ। ইংল্যান্ডের এক নম্বর ফুটবল টুর্নামেন্ট প্রিমিয়র লিগে এদিন সব দল তাদের শেষ ম্যাচ খেলেছিল। আগেই ঠিক হয়ে গিয়েছিল চ্যাম্পিয়ন হয়েছে লিভারপুল আর রানার্স আর্সেনাল। এদিন সবার আগ্রহ ছিল প্রথম চারটি স্থান থেকে কারা আগামী মরসুমে সরাসরি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগে খেলে। তৃতীয় ও চতুর্থ স্থানে থাকার লড়াইটা মূলত ছিল ম্যানচেস্টার সিটি, চেলসি, নিউ ক্যাসেলের মধ্যে। এদিন শেষ ম্য়াচে ম্যানচেস্টার সিটি ২-০ গোলে ফুলহ্যামকে হারিয়ে তৃতীয় স্থানে শেষ করল। আর  নটিংহ্যাম ফরেস্টকে ১-০ গোল হারিয়ে প্রিমিয়র লিগে চার নম্বরে শেষ করে সরাসরি চ্যাম্পিয়ন্স লিগে উঠল চেলসি।

দুই মরসুম পর ফের ইউরোপের এক নম্বর ক্লাব টুর্নামেন্টে খেলতে দেখা যাবে চেলসিকে। পঞ্চম স্থানে শেষ করার সুবাদে প্লে অফে খেলে নিউ ক্য়াসলও চ্য়াম্পিয়ন্স লিগে খেলার সুযোগ পাবে। চলতি মরসুমে ইউরোপা লিগে চ্য়াম্পিয়ন হওয়ার সুবাদে টটেনহ্যাম হটস্পারও আগমী মরসুমে চ্যাম্পিয়ন্স লিগে খেলবে। যদিও টটেনহ্য়াম এবার ১৭ নম্বরে প্রিমিয়র লিগ শেষ করল।

চ্যাম্পিয়ন্স  লিগ ২০২৫-২৬-এ খেলার যোগ্যতা অর্জন করল চেলসি

অন্যদিকে, ৭১ পয়েন্ট পেয়ে ম্যান সিটি তৃতীয় ও ৬৯ পয়েন্ট পেয়ে চেলসি চতুর্থ স্থানে শেষ করল। শেষ ম্য়াচে ক্রিস্টাল প্য়ালেসের সঙ্গে ১-১ গোলে ড্র করল চ্য়াম্পিয়ন লিভারপুল (৮৪ পয়েন্ট)। রানার্স আর্সেনাল (৭৪ পয়েন্ট) ২-১ গোলে হারাল সাউদাম্পটনকে। তবে পঞ্চম স্থানে থাকা নিউ ক্যাসেল ১-০ গোলে হেরে গেল এভার্টন। লিগের শেষ ম্যাচে ম্যানচেস্টার ইউনাইটেড ২-০ গোলে অ্যাস্টন ভিলাকে হারিয়ে এবার প্রিমিয়র লিগে ১৫ নম্বরে শেষ করল। এবার প্রিমিয়র লিগে রেকর্ড ১৮টি ম্যাচে হেরেছে ম্যানচেস্টার ইউনাইটেড (৪২ পয়েন্ট)।

এবারের প্রিমিয়র লিগে চূড়ান্ত পয়েন্ট তালিকা--

১) লিভারপুল: ৮৪ পয়েন্ট

২) আর্সেনাল: ৭৪ পয়েন্ট

৩) ম্য়ানচেস্টার সিটি: ৭১ পয়েন্ট

৪) চেলসি: ৬৯ পয়েন্ট

৫) নিউ ক্যাসেল: ৬৬ পয়েন্ট

৬) অ্যাস্টন ভিলা: ৬৬ পয়েন্ট

৭) নটিংহ্যাম ফরেস্ট: ৬৫ পয়েন্ট

৮) ব্রাইটন: ৬১ পয়েন্ট

৯) বোর্নেমাউথ: ৫৬ পয়েন্ট

১০) ব্রেন্টফোর্ড: ৫৬ পয়েন্ট

১১) ফুলহ্যাম: ৫৪ পয়েন্ট

১২) ক্রিস্টাল প্যালেস: ৫৩ পয়েন্ট

১৩) এভার্টন: ৪৮ পয়েন্ট

১৪) ওয়েস্ট হ্যাম: ৪৩ পয়েন্ট

১৫) ম্য়ানচেস্টার ইউনাইটেড: ৪২ পয়েন্ট

১৬) উল্ফস: ৪২ পয়েন্ট

১৭) টটেনহ্যাম: ৩৮ পয়েন্ট

১৮) লেস্টার সিটি: ২৫ পয়েন্ট

১৯) ইপসুইচ টাউন: ২২ পয়েন্ট

২০) সাউদাম্পটন: ১২ পয়েন্ট

(প্রতিটি দল মোট ৩৮টি করে ম্য়াচ খেলেছে।)

চ্যাম্পিয়ন- লিভারপুল

গোল্ডেন বুট- মো সালহা (লিভারপুল, ২৯টি গোল)