নিউ ইয়র্ক, ১২ সেপ্টেম্বর: রজার ফেডেরার, রাফায়েল নাদাল, নোভাক জকোভিচ-টেনিস বিশ্বে দীর্ঘদিন এই তিনজনেই দাপাচ্ছেন। এবার সুপার থ্রি-র রাজত্বে এসে গেলেন ১৯ বছরের স্প্যানিশ বিষ্ময় তরুণ কার্লোস আলকারাজ গার্ফিয়া। ইউএস ওপেনে পুরুষদের সিঙ্গলসের ফাইনালে নরওয়ের ক্যাসপার রুডকে ৬-৪, ২-৬, ৭-৬,৬-৩ হারিয়ে কেরিয়ারের প্রথম গ্র্যান্ডস্লাম জিতলেন আলকারাজ। ছোট নাদাল হিসেবে পরিচিত আলকারাজ মাত্র ১৯ বছরে ইউএস ওপেন জিতে নজির গড়লেন। সেই সঙ্গে দানিলে মেদভেদ, নাদাল, জকোভিচ-দের টপকে এটিপি Ranking-এ শীর্ষে উঠে এলেন আলকারাজ।
নাদালের মত দামাল, ছটফটে, ফিটনেস তুঙ্গে, ব্যাকহ্যান্ড শটে অতুলনীয় আলকারাজের। গত বছর থেকেই আলকারাজ সবার নজরে পড়েছিলেন। চলতি বছর ফরাসি ওপেনে কোয়ার্টার ফাইনালে হেরেছিলেন। উইম্বলডনে হেরেছিলেন প্রি কোয়ার্টার ফাইনালে। হারলেও কিন্তু আলকারাজ যে বড় কিছু করে দেখাতে পারেন, সেই ঝলক তাঁর খেলায় ছিল। আরও পড়ুন- ফের নেতৃত্বে ধওয়ান!
দেখুন ছবিতে
I'm lost for words at right now! 🏆 I just want to keep dreaming!
📸 Getty Images pic.twitter.com/IyQXjvgamY
— Carlos Alcaraz (@carlosalcaraz) September 12, 2022
চলতি বছর ইউএস ওপেনকেই নিজের মঞ্চ হিসেবে বেছে নিয়েছিলেন স্পেনের ১৯ বছর চার মাসের ৬ ফুটের তরুণ। চিলিচ থেকে সিনার তারপর নাদালকে হারানো তিয়াফো- প্রি কোয়ার্টার ফাইনাল থেকে পরপর তিনটে ম্যাচ পাঁচ সেটের টানটান লড়াই জিতে ফাইনালে উঠেছিলেন। বারবার হারতে ফিরে এসে জিতেছেন। আলকাজার যেন অপরাজেয়।
দেখুন ভিডিও
Lift the trophy, @carlosalcaraz! 🏆
Let the confetti fly 🎉 pic.twitter.com/F2cfoFX0lO
— US Open Tennis (@usopen) September 12, 2022
ফাইনালেও প্রথম সেটে যখন আলকারাজ ৪-৬ হারলেন রুডের কাছে। তখন মনে হচ্ছিল তাঁর প্রথম গ্র্যান্ডস্লাম জয়ের জন্য আরও কিছুটা অপেক্ষা করতে হবে। কিন্তু যতবার আলকারাজের দেওয়ালে পিঠ ঠেকে যায়, ততবার তিনি ঘুরে দাঁড়ান। দ্বিতীয় সেট থেকে অসাধারণ টেনিস খেলে ম্যাচ আর টুর্নামেন্ট জিতে নেন। বছরের শেষ গ্র্যান্ডস্লামটা টেনিস বিশ্বকে নতুন রাজা দিল। এবার দেখার সেই রাজা কত দিন সিংহাসনে বসে থাকতে পারেন।
জকোভিচহীন এবারের ইউএস ওপেনে অনেকে ভেবেছিলেন নাদালের হতে চলেছে। কিন্তু শেষে দেখা গেল, নাদালের জায়গা পূরণ করলেন 'ছোট নাদাল' আলকারাজ।