MS Dhoni (Photo Credit: File Photo)

ঠিক ১৪২৬ দিন পর তাঁর গড়ে ফিরলেন মহেন্দ্র সিং ধোনি। সোমবার চিপকে লখনৌ সুপার জায়েন্টসের বিরুদ্ধে টস করতে নামলেন সিএসকে-র অধিনায়ক ধোনি। চেন্নাই সুপার কিংসের অধিনায়ক হিসেবে চিপকে নামলেন ধোনি। চিপকের সংস্কারের কাজ চলায় গত চার বছর এখানে খেলতে পারেনি সিএসকে ও ধোনি। শেষবার এমএ চিদাম্বরম স্টেডিয়াম বা চিপকে ধোনির চেন্নাই খেলেছিল ২০১৯ সালের ৭ মার্চ, মুম্বই ইন্ডিয়ন্সের বিরুদ্ধে। ধোনিরা চিপকে অপরাজেয়, এমনটাই মিথ। চিপকে চেন্নাইকে হারানো সত্যিই কঠিন, তা পরিসংখ্যানেও স্পষ্ট।

২০০৮-প্রথম আইপিএল থেকে চিপকে সিএসকে-কে নেতৃত্বে দিয়ে আসছেন ধোনি। মাহিকে নিয়ে চিপকে তাঁর ভক্তদের উচ্ছ্বাসের আবেগ সব কিছুকে ছাপিয়ে গেল।

দেখুন টুইট

এদিন, চিপকে টসে জিতে প্রথমে বল করার সিদ্ধান্ত নিলেন লখনৌয়ের অধিনায়ক লোকেশ রাহুল। ফলে ধোনিরা প্রথমে ব্যাট করবেন।