Team India (Photo Credits: X@BCCI)

মেলবোর্নে বক্সিং ডে টেস্টে হেরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজে ১-২ পিছিয়ে পড়েছে টিম ইন্ডিয়া। এই হারের ফলে আগামী বছর জুনে লর্ডসে হতে চলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়ল রোহিত শর্মা-র দলের। মেলবোর্নে বক্সিং ডে টেস্টে হেরে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে চলতি সিরিজে ১-২ পিছিয়ে পড়েছে টিম ইন্ডিয়া। এই হারের ফলে আগামী বছর জুনে লর্ডসে হতে চলা বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলা অনেকটাই অনিশ্চিত হয়ে পড়ল রোহিত শর্মা-র দলের। তবে টানা তিনবার বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালে খেলার স্বপ্ন এখনও পুরোপুরি শেষ হয়ে যায়নি টিম ইন্ডিয়ার।

এমসিজিতে হারের ফলে পয়েন্ট তালিকায় তিনে থাকা ভারতের শতাংশের পয়েন্ট অনেকটা কমে ৫২.৭৮-এ নেমে গেল। সেখানে দারুণ জয়ের সুবাদে অস্ট্রেলিয়া দুই নম্বর স্থানটা আরও মজবুত করে ৬১.৪৬% চলে গেল।

সিডনিতে জিততেই হবে, শ্রীলঙ্কায় হারতে হবে অস্ট্রেলিয়াকে

আগামী ৩ জানুয়ারি সিডনিতে শুরু হতে চলা টেস্টে জিতলে একদিকে যেমন সিরিজে সমতায় ফিরে বর্ডার-গাভাসকর ট্রফি নিজেদের দখলে রাখতে পারবে টিম ইন্ডিয়া, পাশাপাশি WTC ফাইনালের দরজাও খোলা থাকবে। তবে মেলবোর্নে হারের ফলে রোহিতদের ফাইনালে খেলার বিষয়টা আর নিজেদের হাতে নেই। সিডনি টেস্টে টিম ইন্ডিয়া জিতলে, আর শ্রীলঙ্কা যদি নিজেদের দেশের মাটিতে আগামী মাসে হতে চলা অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজে ১-০ বা ২-০ জেতে, তাহলে রোহিত শর্মা ব্রিগেড লর্ডসে ফাইনালে খেলবে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে।

দক্ষিণ আফ্রিকা গতকালই ফাইনালে উঠেছে

গতকাল, শনিবার সেঞ্চুরিয়ানে পাকিস্তানকে ২ উইকেটে হারিয়ে WTC 2023-25 এর ফাইনালে উঠেছে দক্ষিণ আফ্রিকা।

WTC 2023-25 পয়েন্ট টেবিল

১) দক্ষিণ আফ্রিকা (৬৬.৬৭)

২) অস্ট্রেলিয়া (৬১.৪৬)

৩) ভারত (৫২.৭৮)

৪) নিউ জিল্যান্ড (৪৮.২১)

৫) শ্রীলঙ্কা (৪৫.৪৫)

৬) ইংল্যান্ড (৪৩.১৮)

৭) বাংলাদেশ (৩১.২৫)

৮) পাকিস্তান (৩০.৩০)

৯) ওয়েস্ট ইন্ডিজ (২৪.২৪)

কী করে টিম ইন্ডিয়া ফাইনালে উঠতে পারে-

চলতি বর্ডার-গাভাসকর ট্রফিতে ২-২ ড্র: তাকিয়ে থাকতে হবে শ্রীলঙ্কা-অস্ট্রেলিয়া সিরিজে

চলতি বর্ডার-গাভাসকর ট্রফি ২-২ ড্র হলে: শ্রীলঙ্কাকে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে টেস্ট সিরিজ ১-০ বা ২-০ জিততে হবে।