Jasprit Bumrah (Photo Credit: BCCI/ X)

IND vs SA Eden Gardens Test 2025: শীতের আমেজ নিয়েই ইডেন গার্ডেন্সে দীর্ঘ ৬ বছর পর শুরু হল টেস্ট ম্যাচ। আজ, শুক্রবার ভারতের বিরুদ্ধে টসে জিতে প্রথমে ব্যাট করতে নেমে প্রথম সেশনে তিনটি উইকেট হারিয়ে লাঞ্চের আগে পর্যন্ত ১১০ রান করেছে বিশ্ব টেস্ট চ্যাম্পিয়ন দক্ষিণ আফ্রিকা। লাঞ্চের আগে জোড়া উইকেট নিয়ে ইডেন মাতালেন টিম ইন্ডিয়ার তারকা পেসার জসপ্রীত বুমরা। দুটি উইকেট নিয়েছেন কুলদীপ যাদব। দক্ষিণ আফ্রিকার স্কোর এখন ৪ উইকেটে ১১৪ রান। বিনা উইকেটে ৫৭ থেকে ৩৩ বলের মধ্যে দক্ষিণ আফ্রিকার স্কোর দাঁড়ায় ৩ উইকেটে ৭১ রান। লাঞ্চের ঠিক পরেই উইয়ান মুলডার (২৪)-কে ফেরান কুলীদপ। এখন ক্রিজে লড়ছেন টনি ডি জর্জি (২২ অপরাজিত) ও ত্রিস্টান স্টাবস। বুমরা পরপর আউট করেন রায়ান রিকলেটন (২২) ও আইডেন মার্করাম (৩১)-কে। এরপর দক্ষিণ আফ্রিকার অধিনায়ক তেম্বা বাভুমা (২২)-কে ফেরানে কুলদীপ যাদব। বুমরা এখনও ৮ ওভার বোলিং করে ৪টি মেডেন দিয়ে ১৪ রান দিয়ে নিয়েছেন ২টি উইকেট।

তিন নম্বরে ব্যাটিং করতে চলেছেন ওয়াশিংটন সুন্দর

টিম ইন্ডিয়ার প্রথম একাদশে এদিন বড় চমক ওয়াশিংটন সুন্দর। অলরাউন্ডার ওয়াশিংটনকে তিন নম্বরে ব্যাটিং করানো হতে পারে। প্রথম একাদশে নেই সাই সুদর্শন। দক্ষিণ আফ্রিকার ব্যাটারদের চাপে রাখার জন্য অধিনায়ক শুভমন গিলের কাছে মোট চারজন স্পিনার-কুলদীপ যাদব, রবীন্দ্র জাদেজা, অক্ষর প্যাটেল ও ওয়াশিংটন সুন্দর।

ভরা ইডেনে চলছে টেস্ট

ইডেনে ভারতীয় একাদশে অলরাউন্ডারে ঠাসা

সঙ্গে দুই বিশ্বমানের পেসার-বুমরা ও মহম্মদ সিরাজ। টিম ইন্ডিয়ার প্রথম একাদশে দুই উইকেটকিপার-ঋষভ পন্থ ও ধ্রুব জুরেল। উইকেটের পিছনে গ্লাভস হাতে আছেন পন্থ, জুরেল স্পেশালিস্ট ব্যাটার হিসাবে খেলছেন। ওপেন করবেন কেএল রাহুল ও যশস্বী জয়সওয়াল। তিনে সুন্দর, চারে অধিনায়ক শুভমন গিল, এরপর নামবেন পন্থ, জুরেল, জাদেজা, অক্ষর প্যাটেলরা।