মেলবোর্ন, ২৬ ডিসেম্বর: এমসিজি-তে বক্সিং ডে টেস্টের প্রথম দিনে অস্ট্রেলিয়ার পেসারদের দাপট। আরও একবার ক্যাঙারুর দেশে ভেঙে পড়ল দক্ষিণ আফ্রিকার ইনিংস। সিরিজের দ্বিতীয় টেস্টের প্রথম ইনিংসে প্রোটিয়ারা মাত্র ১৮৯ রানে অল আউট হয়ে গেল। এরপর ব্যাট করতে নেমে প্রথম দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ৪৫ রানে ১ উইকেট। এদিন খেলার শুরুতেই ৬৭ রানের মধ্যে ৫ উইকেটে হারিয়ে একেবারে চাপে ছিল দক্ষিণ আফ্রিকা। ষষ্ঠ উইকেটে কেইল ভেররেনেনে-মার্কো জেনসেন দারুণ প্রতিরোধ গড়ে তোলেন। কেইল-জেসন দুজনেই হাফ সেঞ্চুরি করেন। কিন্তু ষষ্ঠ উইকেটে ১১২ রানের পার্টনারশিপ করে ভেররেনেনে-জেনসন আউট হতেই শেষ হয়ে যায় প্রোটিয়াদের।
দক্ষিণ আফ্রিকা শেষ পাঁচটা উইকেট পড়ে ১০ রানের মধ্যে। সদ্য আইপিএল নিলামে সাড়ে ১৮ কোটি টাকায় মুম্বই ইন্ডিয়ন্স কেনে অজি অলরাউন্ডার পেসার ক্যামেরন গ্রিনকে। আরও পড়ুন-মাতৃহারা সুনীল গাভাসকর
বক্সিং ডে টেস্টে সেই গ্রিন একেবারে মাতিয়ে দিলেন। ২৭ রান দিয়ে পাঁচ উইকেট নিলেন আইপিএলের সাড়ে ১৮ কোটির অলরাউন্ডার গ্রিন। দারুণ বল করেন মিচেল স্টার্ক (২/৩৯)। স্কট বোল্যান্ড ও নাথান লিঁয় একটি করে উইকেট পান। অজি অধিনায়ক প্য়াট কামিন্স অবশ্য উইকেট পাননি। দিনের শেষে অস্ট্রেলিয়ার স্কোর ১ উইকেটে ৪৫ রান। ওপেনার উসমান খোয়াজ ব্যক্তিগত ১ রানে আউট হন। অপরাজিত অবস্থান মাঠ ছাড়েন শততম টেস্টে খেলা ডেভিড ওয়ার্নার (৩২) ও মার্নাস লাবুসচানে (৫)
দেখুন টুইট
A good day for the hosts as they take charge of the Boxing Day Test ?
Watch #AUSvSA LIVE on https://t.co/CPDKNxoJ9v (in select regions) ?#WTC23 | ?: https://t.co/FKgWE9jUq4 pic.twitter.com/uP6i3QDOQw
— ICC (@ICC) December 26, 2022
বক্সিং ডে টেস্টে অভিনব কায়দায় শ্রদ্ধা জানানো হয় অস্ট্রেলিয়ার প্রয়াত কিংবদন্তি স্পিনার শেন ওয়ার্নকে।