India Women's Cricket Team: ইংল্যান্ডকে ৩৪৭ রানে হারিয়ে মহিলাদের টেস্টের ইতিহাসে সবচেয়ে বড় জয় হরমনপ্রীতদের
India Women's Cricket Team. (Photo Credits: x)

নবি মুম্বই, ১৬ ডিসেম্বর: ভারতীয় মহিলা ক্রিকেট দলের ঐতিহাসিক জয়। শনিবার নবি মুম্বইয়ে ইংল্যান্ডকে ৩৪৭ রানে হারিয়ে মহিলাদের টেস্ট ক্রিকেটের ইতিহাসে সবচেয়ে বড় জয় পেল হরমনপ্রীত কৌরের দল। ঐতিহাসিক জয়ে ব্যাটে-বলে অবিশ্বাস্য পারফরম্যান্স করে ম্যাচ সেরার পুরস্কার জিতলেন দীপ্তি শর্মা। এক টেস্টের সিরিজে জিতল ভারত। ডিওয়াই পাতিল স্টেডিয়ামে শক্তিশালী ইংল্যান্ডকে প্রথম ইনিংসে ১৩৬ রানে অল আউটের পর, এদিন দ্বিতীয় ইনিংসে মাত্র ১৩১ রানে গুঁটিয়ে দিলেন দীপ্তি শর্মা-রা। এদিন মাত্র ২৭ ওভারে শেষ হয়ে গেল ইংল্যান্ডের দ্বিতীয় ইনিংস। প্রথম ইনিংসে ৭ রান দিয়ে পাঁচ উইকেট পাওয়ার পর এদিন দ্বিতীয় ইনিংসে দীপ্তি ৩২ রান দিয়ে ৪ উইকেট নেন।

ভারতীয় দল মহিলাদের ক্রিকেট টেস্ট ম্যাচ প্রায় খেলেই না। ভারতের প্রাক্তন অধিনায়িকা মিতালী রাজ তাঁর ২০ বছরের কেরিয়ারে যেখানে সীমিত ওভারের আন্তর্জাতিক ম্যাচ খেলেছিলেন ৩২০টি, সেখানে টেস্ট খেলেছিলেন মাত্র ১২টি-তে। মহিলাদের ক্রিকেটে টেস্ট এতটাই কম খেলে ভারত। আসলে মহিলাদের টেস্ট ক্রিকেট নিয়ে বরাবরই অজানা কারণে উদাসিন বোর্ড। হরমনপ্রীতরা প্রমাণ করলেন, সুযোগ পেলে ভারতীয় মহিলা দল টেস্টে চমকপ্রদ কিছু করতে পারে।

প্রথমে ব্যাট করে প্রথম ইনিংসে ভারতীয় মহিলা দল করেছিল ৪২৮ রান। দারুণ খেলেছিলেন সাতিশ শুভা (৬৯), জেমাইমা রডরিগেজ (৬৮), যশ্তিকা ভাটিয়া (৬৬), দীপ্তি শর্মা (৬৭)। এরপর ইংল্যান্ড প্রথম ইনিংসে মাত্র ১৩৬ রানে অল আউট হয়ে যায়। ন্যাট স্কিভার ব্রুন্ট (৫৯) ছাড়া ইংল্যান্ডের আর কোনও ব্যাটার খেলতেই পারেননি। এরপর ইংল্যান্ডকে ফলো অন না করিয়ে ২৯২ রানের লিড নিয়ে দ্বিতীয় ইনিংসে ফের ব্যাট করতে নেমে দ্রুত ৬ উইকেটে ১৮৬ রান করে ডিক্লেয়ার ঘোষণা করেন অধিনায়িকা হ্য়ারি। হরমনপ্রীত ৪৪ রানের অপরাজিত ইনিংস খেলে দলের লিডকে অনেকটা বাড়িয়ে দেন।

জেতার জন্য ৪৭৯ রানের বিশাল টার্গেট তাড়া করতে নেমে ইংল্যান্ডের ব্যাটিং তাসের ঘরের মত ভেঙে পড়ে। মাত্র ২৭.৩ ওভারে ১৩১ রানে অলআউট হয়ে যায় ইংল্যান্ড। দীপ্তির ৪ উইকেটের পাশাপাশি ২৩ রান দিয়ে ৩ উইকেট নেন পূজা ভাসত্রেকার, দুটি উইকেট নেন রাজেশ্বরী গায়কোয়েড়।

সংক্ষিপ্ত স্কোরবোর্ড:

ভারত: ৪২৮, ১৮৬/৮ (ডি:)

ইংল্যান্ড: ১৩৬, ১৩১

ভারতীয় মহিলা দল জয়ী ৩৪৭ রানে

ম্যাচের সেরা: দীপ্তি শর্মা (দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট, ও ব্যাট হাতে প্রথম ইনিংসে ৬৭ রান)