Tokyo Paralympics 2020: প্যারালিম্পিক্স-র টেবিল টেনিসের সেমিফাইনালে ভাবিনা প্যাটেল, নিশ্চিত ব্রোঞ্জ পদক

টোকিও প্যারালিম্পিক্স-র টেবিল টেনিসে ব্রোঞ্জ পদক নিশ্চিত করলেন ভাবিনা প্যাটেল (Bhavina Patel)। তিনি মহিলাদের ব্যক্তিগত টেবিল টেনিস ইভেন্টের সেমিফাইনালে পৌঁছেছেন। শুক্রবার ক্লাস ফোর টেবল টেনিসের কোয়ার্টার ফাইনালে বরিস্লাভা রানকোভিচ পেরিচের বিরুদ্ধে নামেন ভাবিনা।  বিশ্বের ২ নম্বর সার্বিয়ার প্রতিদ্বন্দ্বীকে ভাবিনা ৩-৯ গেমে হারিয়ে দেন। খেলার ফল ১১-৫, ১১-৬, ১১-৭। ভাবিনা ভারতের প্রথম মেয়ে হিসেবে প্যারালিম্পিক্স টেবিল টেনিসের সেমিফাইনালে উঠে ইতিহাস লিখলেন।

আজ সকালেই সেমিফাইনালে ওঠার ম্যাচে ব্রাজিলের জয়েস দে অলিভিয়েরাকে ৩-০ গেমে হারিয়ে দেন ভাবিনা। খেলার ফল ১২-১০, ১৩-১১, ১১-৬। গতকাল গ্রেট ব্রিটেনের মেগান শ্যাকলেটনকে হারিয়ে শেষ আটে উঠেছিলেন তিনি।

টোকিও প্যারালিম্পিক্স টেবিল টেনিসে ব্রোঞ্জ মেডেলের জন্য কোনও ম্যাচ হয় না। দু'টি সেমিফাইনালে পরাজিত খেলোয়াড়কেই ব্রোঞ্জ পদক দেওয়া হয়।