রঞ্জি ট্রফিতে (Ranji Trophy 2022-23) টানা তিনবার সেমিফাইনালে উঠল বাংলা। ৩২ বছর রঞ্জিতে টানা তিনবার সেমিতে উঠল বাংলা। বাংলা ক্রিকেটে স্বর্ণযুগ ফেরার অপেক্ষা শুরু। শুক্রবার ইডেন গার্ডেন্সে কোয়ার্টার ফাইনালের চতুর্থ দিনে ঝাড়খণ্ডকে ৯ উইকেটে হারিয়ে শেষ চারে উঠলেন মনোজ তিওয়ারি-রা। গতবারও ঝাড়খণ্ডকে হারিয়ে সেমিফাইনালে উঠেছিল বাংলা। তবে গতবার কোয়ার্টারে বাংলার জয় সরাসরি আসেনি, ম্যাচ ড্র হওয়ায় প্রথম ইনিংসে এগিয়ে থাকার সুবাদে শেষ চারে উঠেছিলেন অভিমন্যু ঈশ্বরণরা। তবে এবার জয় এল সরাসরি।
বাংলার জয় গতকালই কার্যত নিশ্চিত হয়ে গিয়েছিল। তবে মনোজদের জয় কতটা দ্রুত আসে সেটাই দেখার ছিল। শুক্রবার ম্যাচের চতুর্থ দিনের সকালে ঝাড়খণ্ডের দ্বিতীয় ইনিংস ২২১ রানে গুঁটিয়ে যায়।গতকালের রান থেকে আরও ৬৬ রান যোগ করেন ঝাড়খণ্ডের ব্যাটাররা।
আকাশ ঘটক ২১ রান দিয়ে ৩ উইকেট নেন। শাহবাজ আহমেদ ও আকাশদীপ দুটি করে উইকেট নেন। ব্যাট হাতে এদিন ইডেনে ভাল লড়াই করে ঝাড়খণ্ডের বাঙালি ব্যাটার সুপ্রিয় চক্রবর্তী (৪১ অপরাজিত)। আরও পড়ুন-জানুন খেলো ইন্ডিয়ার আজকের ক্রীড়াসূচি
এরপর জিততে হলে বাংলাকে দ্বিতীয় ইনিংসে করতে হত ৬৭ রান। ওপেনার কাজি সাইফি (৪) দ্রুত ফিরে গেলেও অভিমন্য়ু ঈশ্বরণ (২৮)-সুদীপ ঘরামি (২৬) দলকে সহজ জয় এনে দেয়। ১২.৪ ওভারেই জয়ের জন্য প্রয়োজনীয় রান তুলে নেয় বাংলা। দুই ইনিংসেই বাংলার বোলারদের অসাধারণ পারফরম্যান্সে ভর করে গতবারের মত এবারও সেমিফাইনালে উঠল বাংলা। দুই ইনিংস মিলিয়ে ৬ উইকেট নিয়ে ম্যাচের সেরা নির্বাচিত হন বাংলার পেসার আকাশ দীপ সিং। প্রথম ইনিংসে বাংলার লিড ছিল ১৫৫ রানের।
চলতি মরসুমে রঞ্জি ট্রফিতে অপ্রতিরোধ্য দেখাচ্ছে বাংলাকে। কোয়ার্টার ফাইনালে ওঠা নিশ্চিতের পর ইডেনে ওডিশার কাছে হারলেও গ্রুপের বাকি সব ম্যাচে বাংলার দাপট ছিল দেখার মত। আকাশ দীপ থেকে মুকেশ, শাহবাজের মত বোলাররা দুরন্ত পারফরম্যান্স করায় মনোজদের কাজটা সহজ হচ্ছে।
গত রঞ্জি ট্রফিতে সেমিফাইনালে মধ্যপ্রদেশের কাছে হেরেছিল বাংলা।
ইডেনের সংক্ষিপ্ত স্কোর
বাংলা: ৩২৮, ৬৯/১
ঝাড়খণ্ড: ১৭৩, ২২১
বাংলা জয়ী ৯ উইকেটে, ম্যাচের সেরা আকাশ দীপ (৪/৬২, ২/৪৬)