Bengal Beats Gujarat: উত্তরাখণ্ডের পর এবার গুজরাটকে সরাসরি হারিয়ে রঞ্জি ট্রফি (Ranji Trophy 2025-26)তে দারুণ শুরু করল বাংলা (bengal Cricket Team)। মঙ্গলবার ইডেন গার্ডেন্সকে গুজরাটকে ১৪১ রানে হারিয়ে ৬ পয়েন্ট তুলে নিল অভিমন্য়ু ঈশ্বরণের দল। এদিন অবিশ্বাস্য ইনিংস খেলে গুজরাটের তারকা উইকেটকিপার- ব্যাটার উর্ভিল প্যাটেল (Urvil Patel) চোট পেয়ে মাঠ ছাড়তেই ঘণ্টখানের মধ্যেই ম্য়াচ জিতে নেয় বাংলা। দ্বিতীয় ইনিংসে ৩৮ রানে ৫ উইকেট তুলে নিয়ে জাতীয় নির্বাচকদের বার্তা পাঠালেন মহম্মদ সামি (Mohammed Shami)। দুই ইনিংস মিলিয়ে ৯ উইকেট নিয়ে শাহবাজ আহমেদ (Shabaz Ahmed) হলেন ম্য়াচের সেরা। সামি দুই ইনিংস মিলিয়ে নেন ৮টি উইকেট। চলতি রঞ্জির প্রথম ম্যাচে উত্তরাখণ্ডকে ৮ উইকেট হারিয়ে ছিল বাংলা। গ্রুপ সি-তে দুটি ম্য়াচ খেলে বাংলার পয়েন্ট দাঁড়াল ১২। সমসংখ্যাক ম্যাচে গ্রুপ শীর্ষে সার্ভিসেস (১৩), হরিয়ানা (১২)। নে রানরেটে বাংলা (১২ পয়েন্ট) এখন তিন নম্বরে। বাংলার পরবর্তী ম্যাচ আগরতলায় তুলনায় দুর্বল ত্রিপুরার বিরুদ্ধে শনিবার থেকে। বাংলার এর পরের তিনটি ম্যাচ রেলওয়েজ (৮ নভেম্বর থেকে, সুরাট), অসম (কল্যাণী, ১৬ নভেম্বর থেকে), সার্ভিসেস (২২ জানুয়ারি থেকে)। গ্রুপ লিগে বাংলার শেষ ম্যাচ হরিয়ানার বিরুদ্ধে (২৯ জানুয়ারি থেকে, রোহতাকে)।
উর্ভিল ফিরতেই সামি-শাহবাজে শেষ গুজরাট
এদিন একটা সময় মনে হচ্ছিল, সরাসরি জেতাটা অসম্ভব হয়ে পড়ছে বাংলার। ৩২৬ রানের লিড নিয়ে গুজরাটকে চতুর্থ ইনিংসের ব্যাট করতে পাঠিয়ে শুরুতে দুই ওপেনার- অভিষেক দেশাই (০) ও আরিয়া দেসাইকে (১৩)-কে ফিরিয়ে দেন মহম্মদ সামি ও আকাশদীপ। চারে নামা অধিনায়ক মানন হিংরাজিয়াকে (০) প্রথম বলেই আউট করেন শাহবাজ আহমেদ। কিন্তু তিন নম্বরে নেমে অবিশ্বাস্য ব্যাটিং করতে থাকেন উর্ভিল প্যাটেল। তাঁকে যোগ্য সঙ্গত দিচ্ছিলেন জয়মিত প্যাটেল। কিন্তু যখন মনে হচ্ছিল, ঈশ্বরণের আর সরাসরি জেতা হচ্ছে না। তখনই দুরন্ত সেঞ্চুরি করার পর চোট পেয়ে মাঠ ছাড়েন উর্ভিল (১২৪ বলে ১০৯ অপরাজিত। উর্ভিলের মাঠ ছাড়ার পরই সামি, শাহবাজরা ঘাতক ভয়ঙ্কর হয়ে পড়েন। সেঞ্চুরিয়ানের মাঠ ছাড়ার ১০-১১ ওভারের মধ্যেই গুজরাটের ইনিংস তাসের ঘরের মধ্যে পড়ে অল আউট হয়ে যায়। গুজরাটের শেষ সাতটি উইকেটের পতন হয় ৩২ রানের মধ্যে। গুজরাটের প্রথম ইনিংস ৭৬.৩ ওভারে ১৬৭ রানে শেষ হয়েছিল, আর দ্বিতীয় ইনিংস শেষ হয় ৪৫.৫ ওভারে ১৮৫ রানে। বাংলার প্রথম ইনিংসে লিড ছিল ১১২ রানের।
ম্যাচের স্কোরবোর্ড: বাংলা- ২৭৯, ২১৪/৮ (ডি:)।। গুজরাট ১৬৭, ১৮৫।।
গুজরাটের দ্বিতীয় ইনিংসের প্রায় ৬০ শতাংশ রানই আসে উর্ভিলের ব্যাট থেকে। উর্ভিল, জয়মিত আর আরিয়া ছাড়া গুজরাটের আর কোনও ব্যাটার দুই অঙ্কের রান পাননি। উর্ভিল মাঠ ছাড়ার পর গুজরাটের বাকি ব্যাটারদের যত রানে আউট হন- উমঙ্গ কুমার (০, শাহবাজের বলে আউট), চিন্তন গাজা (০, শাহবাজের বলে আউট), বিশাল জয়সওয়াল (১, সামির বলে বোল্ড), জয়মিত প্যাটেল (৪৫, সামির বলে আউট), সিদ্ধার্থ দেশাই (০, সামির বলে বোল্ড), আরজান নাগাসওয়ালা (০, সামির বলে বোল্ড), প্রিয়জিত সিং জাদেজা (৪, রান আউট)।
বাংলার যেসব ব্যাটার নজর কাড়লেন
এই ম্যাচে বাংলার হয়ে ভাল ব্যাটিং করেন-প্রথম ইনিংসে- সুদীপ ঘরামি (৫৬), অভিষেক পোড়েল (৫১), সুমন্ত গুপ্ত (৬৩) , আকাশদীপ (২৯)। দ্বিতীয় ইনিংসে- সুদীপ ঘরামি (৫৪), অনুষ্টুপ মজুমদার (৫৮), শাহবাজ আহমেদ (২০) ও আকাশদীপ (২৫ অপরাজিত)।
গ্রুপ সি-র পয়েন্ট তালিকা (২টি করে ম্যাচ খেলার পর)
১) সার্ভিসেস (১৩ পয়েন্ট), ২) হরিয়ানা (১২ পয়েন্ট), ৩) বাংলা (১২ পয়েন্ট), ৪) গুজরাট (৩ পয়েন্ট), ৫) উত্তরাখণ্ড (৩ পয়েন্ট), ৬) রেলওয়েজ (১ পয়েন্ট), ৭) অসম (১ পয়েন্ট), ৮) ত্রিপুরা (০ পয়েন্ট)।