Zubeen Garg BCCI: জনপ্রিয় গায়ক তথা ঘরের ছেলে জুবিন গর্গের মৃত্যুর শোকে আচ্ছন্ন গোটা অসম। জুবিনকে নিয়ে উত্তর পূর্ব ভারতের এই রাজ্য়ে সর্বত্র শোক চলছে। এরই মাঝে জুবিনকে শ্রদ্ধা জানাতে বড় উদ্যোগ নিল ভারতীয় ক্রিকেটে। আগামী ৩০ সেপ্টেম্বর থেকে অসমের গুয়াহাটি বারসাপাড়া স্টেডিয়ামে শুরু হতে চলেছে মহিলাদের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে প্রয়াত গায়ক জুবিন গার্গকে বিশেষভাবে স্মরণ করতে চলেছে ভারতীয় ক্রিকেট নিয়ন্ত্রণ বোর্ড (BCCI)। বিসিসিআইয়ের পক্ষ থেকে জানানো হয়েছে, মহিলাদের ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানে জুবিনকে বিশেষ শ্রদ্ধা জানিয়ে একটি অনুষ্ঠান আয়োজন করা হবে। উদ্বোধনী অনুষ্ঠানে জুবিন গার্গের সঙ্গীত এবং ক্রিকেট প্রেমকে সম্মান জানাতে বিশেষ আয়োজন থাকবে। অনুষ্ঠানে অংশ নেবেন প্রসিদ্ধ গায়িকা শ্রেয়া ঘোষাল, যিনি মধ্য ইনিংস বিরতিতে পরিবেশন করবেন ।
জুবিন স্মরণে বোর্ড
বিসিসিআই সচিব দেবজিৎ সাইকিয়া ছিলেন জুবিন গার্গের ঘনিষ্ঠ বন্ধু। সচিব দেবজিৎ জানালেন, এটি সম্ভবত ক্রিকেট সম্প্রদায়ের পক্ষ থেকে দেওয়া সবচেয়ে বড় সম্মান। অনুষ্ঠানটি স্টেডিয়ামে এবং লাইভ সম্প্রচারের মাধ্যমে কোটি মানুষের কাছে পৌঁছাবে, যা জুবিন গর্গের কথা গোটা দুনিয়াকে ছড়িয়ে দেবে। বিসিসিআই এবং অসম ক্রিকেট অ্যাসোসিয়েশন যৌথভাবে এই অনুষ্ঠান আয়োজন করছে। গুয়াহাটিতে হতে চলা মহিলাদের ক্রিকেট বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠানটি জুবিনকে শ্রদ্ধা জানার পাশাপাশি, অসমের সমৃদ্ধ সাংস্কৃতিক ঐতিহ্যও তুলে ধরবে।
জুবিনের মৃত্যু, শোক ও তদন্ত
প্রসঙ্গত, গত শুক্রবার, ১৯ সেপ্টেম্বর সিঙ্গাপুরে উত্তর-পূর্ব ভারতের এক অনুষ্ঠানে পারফম করতে গিয়ে রহস্যজনকবাবে মারা যান জুবিন। দাবি করা হচ্ছিল, সিঙ্গাপুরে স্কুবা ডাইভিং ও প্যারা গ্লাইডিং করার সময় মারা যান ৫২ বছরের অসমের এই গায়ক। কিন্তু পরে তাঁর মৃত্যুর কারণ নিয়ে সোশ্যাল মিডিয়ায় আরও অনেক তত্ত্ব উঠে আসে। এরপর অসম সরকার জুবিন মৃত্যু তদন্ত করতে সিআইডি-কে দায়িত্ব দিয়েছে। আজ, রবিবার তাঁর মরদেহ গুয়াহাটিতে আনা হয়। গোপীনাথ বর্ডলোই বিমানবন্দরে হাজারো মানুষ শেষ শ্রদ্ধা জানান। তাঁর শেষকৃত্য সম্পন্ন হবে সোমবার।
৩০ সেপ্টেম্বর গুয়াহাটিতে মহিলাদের বিশ্বকাপের উদ্বোধনী অনুষ্ঠান
গুয়াহাটি এবার প্রথমবার মহিলাদের বিশ্বকাপের আয়োজন করতে চলেছে। ৩০ সেপ্টেম্বর ২০২৫ থেকে ভারত ও শ্রীলঙ্কার মধ্যে প্রথম ম্যাচ অনুষ্ঠিত হবে। জুবিন গার্গ ছিলেন আসামী, বাংলা ও বলিউড মিউজিকে বিশাল অবদান রাখার জন্য পরিচিত। তিনি ৩০টি ভিন্ন ভাষায় ৩২,০০০-এর বেশি গান রেকর্ড করেছিলেন। ক্রিকেটের প্রতি তাঁর গভীর আগ্রহ এই সম্মানকে আরও প্রাসঙ্গিক করে তোলে।