
৩৬ বছর বয়সে টেস্ট ক্রিকেট থেকে অবসর নিলেন বিরাট কোহলি (Virat Kohli)। ১২৩টি টেস্ট খেলে ৯ হাজার ২৩০ রানের মালিক ব্যাটসম্যান কোহলির কথা সবাই আলোচনা করছেন। কিন্তু দেশকে ৬৮টি টেস্টে নেতৃত্ব দিয়ে ৪০টি-তে জয় এনে দেওয়া অধিনায়ক কোহলির কৃতিত্বও অনেক। ব্যাটার কোহলির কাছে ক্যাপ্টেন কোহলির কৃতিত্ব অনেকটা চাপা পড়ে য়ায়। এদিন বিকেলে বিসিসিআইয়ের টুইট বার্তায় ক্যাপ্টেন কোহলিকে কুর্নিশ জানানো হল।
অধিনায়ক কোহলির রেকর্ড দারুণ
বোর্ডের টুইটে জানানো হল, কোহলির নেতৃত্বে ভারত আইসিসি টেস্ট ব়্যাঙ্কিংয়ে টানা ৪২ মাস শীর্ষস্থানে ছিল। পাশাপাশি বিরাটের ক্যাপ্টেন্সিতে টিম ইন্ডিয়া টেস্ট সিরিজে দেশের মাটিতে অপরাজিত ছিল। কোহলির নেতৃত্বে ভারতের মাটিতে টিম ইন্ডিয়া ১১টি টেস্ট সিরিজের মধ্যে ১০টি-তে জিতেছিল, আর ড্র হয়েছিল একটিতে। প্রসঙ্গত, কোহলির নেতৃত্বে এশিয়ার প্রথম দেশ হিসেবে অস্ট্রেলিয়ায় টেস্ট সিরিজ জিতেছিল ভারত। দেশের মাটিতে কোহলির নেতৃত্বে টিম ইন্ডিয়া ৩১টি-র মধ্যে ২৪টি টেস্টে জিতেছিল।
ক্যাপ্টেন কোহলিকে বার্তা বোর্ডের
Under his leadership, India ascended to the 𝗡𝘂𝗺𝗯𝗲𝗿 𝗢𝗻𝗲 ranking and stayed at the pinnacle for 𝟰𝟮 𝗰𝗼𝗻𝘀𝗲𝗰𝘂𝘁𝗶𝘃𝗲 𝗺𝗼𝗻𝘁𝗵𝘀.
At home, India remained unbeaten in a Test series under his captaincy and won 10 of the 11 series he led in 👏👏#TeamIndia |… pic.twitter.com/Kq71qAfznu
— BCCI (@BCCI) May 12, 2025
টেস্টে ক্যাপ্টেন কোহলির রেকর্ড
মোট ম্যাচ: ৬৮
জয়ী: ৪০
ড্র:
হার
দেশের মাটিতে
মোট ম্যাচ: ৩৪
জয়ী: ২৪
ড্র: ১১
হার: ১৭
বিদেশের মাটিতে:
মোট ম্যাচ: ৩৭
জয়ী: ১৬
ড্র: ১৪
হার: ৪