Mitchell Owen . (Photo Credits: X)

হোবার্ট, ২৭ জানুয়ারি: বিগ ব্যাশ পেল নতুন চ্যাম্পিয়ন। অস্ট্রেলিয়া পেল নতুন হিরো। বিগ ব্য়াশ টি-২০ লিগের ফাইনালে একাই মাতিয়ে দিলেন হোবার্ট হ্যারিকেন্সের ওপেনার মিচেল আওয়েন (Mitchell Owen )। সোমবার হোবার্টে ফাইনাল ম্যাচে সিডনি থান্ডার্সের বিরুদ্ধে জয়ের জন্য ১৮২ রান তাড়া করতে নেমে অবিশ্বাস্য ইনিংস খেললেন ২৩ বছরের আওয়েন। ডেভিড ওয়ার্নারের দলের বিরুদ্ধে ৪২ বলে ১০৮ রানের অবিশ্বাস্য বললেও কম বলা হবে, এমন অতিমানবিক ইনিংস খেলে হোবার্ট হ্যারিকেন্স-কে প্রথমবার বিগ বিশ লিগে কাপ এনে দিলেন আওয়েন।

নজিরের ইনিংস

BBL ফাইনালে দ্রুততম সেঞ্চুরি-হাফ সেঞ্চুরি, বিবিএলের ইতিহাসে যুগ্মভাবে দ্রুত সেঞ্চুরি হাঁকিয়ে নজির গড়লেন তিনি। অস্ট্রেলিয়া ক্রিকেটে জন্ম হল নতুন তারকারা। এদিন একটা সময় আওয়েনের স্কোর ছিল ২৪ বলে ৭৪ রান। ৩০ বল খেলে ৯টি ওভার বাউন্ডারি।

দুরন্ত জয়ের পর আওয়েন

অতি মানবিক ব্যাটিং

ফাইনালে আওয়েন যেভাবে ১১টি ছক্কা ও ৬টি বাউন্ডারি হাঁকানো ৩৯ বলে সেঞ্চুরির নজির গড়লেন, তাতে তাঁকে আগামী দিনে জাতীয় দলের হয়ে খেলতে দেখা যেতে পারে। ওয়ার্নারের সিডনির করা ১৮২ রানটা মাত্র ৮৫ বলেই তুলে ফেলে তাদের দ্বিতীয় বিগ ব্যাশ খেতাবটা জিতে ফেলল নাথান এলিসের নেতৃত্বে খেলা হোবার্ট হ্যারিকেন্স। চলতি বিগ ব্যাশে আওয়েনের এটি দ্বিতীয় সেঞ্চুরি। এর আগে হোবার্টেই পারথ স্কোচার্সের বিরুদ্ধে গত ২৪ ডিসেম্বর ১০১ রানের দুরন্ত ম্যাচ জেতানো অপরাজিত ইনিংস খেলেছিলেন।

এদিন, ফাইনালে প্রথমে ব্যাট করে সিডনি থান্ডার্সের দুই ওপেনার ডেভিড ওয়ার্নার ও জেসন সাঙ্ঘা দুরন্ত পার্টনারশিপ করেছিলেন।

১৬ বলে হাফ সেঞ্চুরি, ৩৯ বলে সেঞ্চুরি

কীভাবে জিতল হোবার্ট

ওপেনিং জুটিতে ওয়ার্নার-সাঙ্ঘা ৬২ বলে ৯২ রান যোগ করে দলকে দারুণ জায়গায় নিয়ে গিয়েছিলেন। কিন্তু অধিনায়ক ওয়ার্নার (৩২ বলে ৪৮)-এর আউটের পর সিডনির রানের গতি কমে যায়। অসাধারণ শুরু করেও তাই শেষ অবধি নিজেদের রানটা আকাশছোঁয়া জায়গায় নিয়ে যেতে পারেনি সিডনি।

দুরন্ত জয়

জবাবে ব্যাট করতে নেমে শুরু থেকে রণংদেহি মেজাজে ব্যাট করতে থাকেন আওয়েন। ১৬ বলে হাফ সেঞ্চুরি হাঁকানোর পর আরও মারতে থাকেন। হোবার্টের প্রথম উইকেট পড়ে ১০৯ রানে, ৭.২ ওভারে। আউট হন অপর ওপেনার সেলেব জ্যাকওয়েল। এরপর তিনে নেমে নিখিল চৌধুরী (১) আউট হন। কিন্তু আওয়েনের সুনামির দিনে বিপক্ষ বোলারদের দর্শকের ভূমিকায় থাকা ছাড়া উপায় ছিল না।

প্রথমবার কাপ জয় হোবার্ট হ্যারিকেন্সের

আওয়েনকে যে বলই করা হোক, তিনি বল মাঠের বাইরে পাঠাচ্ছেন। ১১তম ওভারে দলের জয় নিশ্চিত করে আওয়েন আউট হন। শেষে বেন ম্যাকডরমেট (১৭ বলে ৩২ অপরাজিত) ও ম্যাথু ওয়েড (১৭ বলে ৩২) চতুর্থ উইকেটে ২৩ বলে ৪৬ রানের অবিচ্ছদ্য পার্টনারশিপ করে দলকে কাপ জিতিয়ে মাঠ ছাড়েন।