বিশ্বকাপ জয়ের মরসুমে চ্যাম্পিয়ন্স লিগ জেতা হল না লিওনেল মেসির। আর্জেন্টিনাকে অধরা মাধুরী বিশ্বকাপ এনে দিলেও, পিএসজি-কে চ্যাম্পিয়ন্স লিগ জেতাতে পারবেন না মেসি। বুধবার রাতে বায়ার্ন মিউনিখের কাছে ২-০ গোলে হেরে প্রি কোয়ার্টার ফাইনাল পর্ব থেকেই বিদায় নিল মেসির পিএসজি। দুই পর্ব মিলিয়ে ৩-০ গোলে হেরে শেষ ষোলো পর্ব থেকেই বিদায় নিল মেসি-নেইমার-এমবাপেদের মত মহাতারকাখচিত প্যারিসের এই দল। বিশ্বের সবচেয়ে দামি দল গড়েও গতবারও চ্যাম্পিয়ন্স লিগের প্রি কোয়ার্টার ফাইনাল থেকে বিদায় নিয়েছিল পিএসজি।
প্রি কোয়ার্টার ফাইনালে নিজেদের ঘরের মাঠে প্রথম পর্বে বায়র্ন মিউনিখের বিরুদ্ধে পিএসজি ০-১ গোলে হেরে চাপে ছিল। শেষ আটে উঠতে হলে মেসিদের বুধবার রাতে অ্যাওয়ে ম্যাচে জিততে হত ৩-০ গোলে। জার্মানির চ্যাম্পিয়ন ক্লাবের বিরুদ্ধে যেটা অনেকটাই কঠিন কাজ ছিল মেসিদের। অ্যালিয়েঞ্জ এরিনায় ম্যাচের প্রথমার্ধ গোলশূন্য থাকার পর মরিয়া হয়ে ঝাঁপান মেসি-এমবাপেরা। কিন্তু বায়ার্নের ডিফেন্ডাররা বারবার মেসিদের চেষ্টায় জল ঢালেন। এরপর ম্যাচের ৬১ মিনিটে এরিক ম্যাক্সিম মোতিংয়ের গোলে বায়ার্নের এগিয়ে যাওয়ার পরেই মোটের ওপর পরিষ্কার হয়ে যায় মহাতারকা খচিত দল গড়েও এবারও অনেক আগেই খালি হাতে চ্যাম্পিয়ন্স লিগ অভিযান শেষ হবে পিএসজি-র। খেলা শেষের মিনিটখানেক আগে বায়ার্নের হয়ে ম্যাচের ফল ২-০ করেন সার্জে নাবরি। প্রসঙ্গত, গত ১৪ ফেব্রুয়ারি প্রথম পর্বে কোমানের গোলে পিএজিকে হারিয়েছিল বায়ার্ন।
চ্যাম্পিয়ন্স লিগ থেকে বিদায়ের পর মেসিকে নিয়ে ট্রোলের ছবি
Messi in big games for PSG pic.twitter.com/c2CFDLzOSQ
— Troll Football (@TrollFootball) March 8, 2023
ম্যাচ শেষের পর এভাবেই মাঠে ঢুকে মেসির দিকে তেড়ে গেলেন ক্ষুব্ধ সমর্থক
A fan ran on the pitch towards Messi after PSG's UCL elimination. pic.twitter.com/dZC4aVuMjH
— ESPN FC (@ESPNFC) March 8, 2023
বায়ার্নের পাশাপাশি চলতি চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালে উঠছে ইংল্যান্ডের চেলসি, ইতালির এসি মিলান ও পর্তুগালের বেনফিকা। পিএসজি-র মত বিদায় নিল ইংল্যান্ডের টটেনহ্যাম হটস্পার, বেলজিয়ামের ক্লাব ব্রুগে ও জার্মানির বরুসিয়া ডর্টমুন্ড। আগামী সপ্তাহে প্রি কোয়ার্টার ফাইনালের দ্বিতীয় রাউন্ডে খেলবে রিয়াল মাদ্রিদ বনাম লিভারপুল, ম্যানচেস্টার সিটি বনাম আরবি লেইপজিগ, নাপোলি বনাম এনট্রাচ ফ্র্যাঞ্ক ফুর্ট, এফফি পর্তো বনাম ইন্টার মিলান।