ক্রিকেট দুনিয়ায় টি টোয়েন্টি ফর্ম্যাট আসার পর খেলাটাই গতি এসেছে। তবে অনেকে আবার বলেন, এর ফলে ক্রিকেট খেলাটা বেসবলের মত হয়ে গিয়েছে। ক্রিকেটে এখন শুধু মারো, মারো, মারো...এই 'মার মার' নীতিতে এখন ব্যাটসম্যানরা সব অবিশ্বাস্য কাজ করে বসছেন।

একটা সময় ক্রিকেটে ৪০ বলের নিচে সেঞ্চুরি করাটাকেই অবিশ্বাস্য মনে হত। এখন সেটা নামতে নামতে ৩০ বলেও সেঞ্চুরি হচ্ছে।

তবে স্কটল্যান্ডের ব্যাটসম্যান জর্জ মুন্সে একেবারে অবিশ্বাসের অঙ্কের হিসেব মিলিয়ে সেঞ্চুরি করলেন। ২৫ বলে সেঞ্চুরি করে রেকর্ড গড়লেন এই স্কটিশ ব্যাটসম্যান। শেষ অবধি মুন্সে ৩৯ বলে ১৪৭ রানের ইনিংস খেলেন। মুন্সে এত মার মারেন যে তাঁর সঙ্গী জিপি উইলোর ৫৩ সেঞ্চুরিটা ধীরগতির ইনিংস দেখাচ্ছিল। মুন্সে ১৭ বলে হাফ সেঞ্চুরি পূর্ণ করেছিলেন। তারপরের ৮ বলে তিনি সেঞ্চুরি করে ফেলেন।

শেষ অবধি মুন্সের দল নির্ধারিত কুড়ি ওভারে ৩ উইকেটে ৩২৬ রান। তবে মুন্সের দুর্ভাগ্য যে ম্যাচটা আনঅফিসিয়াল বলে এই রেকর্ডটা স্বীকৃত হবে না। গ্লস্টারশায়েরর দ্বিতীয় একাদশ বনাম বাথ সিসি-র মধ্যে হয়েছিল এই ম্যাচ। মুন্সে খেলছিলেন গ্লস্টারশায়েরর দ্বিতীয় একাদশ-এর হয়ে।