![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2019/12/Barcelona-vs-Real-Madrid-El-Clasico-380x214.jpg)
সৌদি আরবে এল ক্লাসিকোর পর কোপা দেল রে কাপের প্রি কোয়ার্টার ফাইনাল ম্যাচে গতকাল, রাতে নেমেছিল স্পেনের দুই সুপার জায়েন্ট ক্লাব রিয়াল মাদ্রিদ ও বার্সেলোনা। কোয়ার্টার ফাইনালে ওঠার ম্যাচে বার্সার প্রতিপক্ষ ছিল এডি কেউটা, আর রিয়ালের সামনে ছিল কঠিন প্রতিপক্ষ ভিয়া রিয়াল। শেষ অবধি রিাল, বার্সা-দুই বড় ক্লাবই ১২১তম কোপা দেল রে কাপের শেষ আটে উঠল।
আলফানসো মরুবে স্টেডিয়ামে বার্সা ৫-০ গোলে হারাল এডি কেউটাকে। বার্সার হয়ে গোল করলেন রাপিনহ, রবার্ট লিওয়নডস্কির মত তারকারা। অন্যদিকে, ভিয়া রিয়ালের মত কঠিন প্রতিপক্ষের বিরুদ্ধে ম্যাচের ৫৬ মিনিট পর্যন্ত ০-২ গোলে পিছিয়ে থেকে অবিশ্বাস্য কায়দায় ম্যাচ জিতল রিয়াল মাদ্রিদ। হাফ টাইমে ০-২ পিছিয়ে পড়ার পর ম্যাচের ৫৭ মিনিটে ভিনিসিয়াস জুনিয়র ব্যবধান কমান। ব্রাজিলিয়ান ইদের মিলিতাওয়ের গোলে ম্যাচের ৬৯ মিনিটে সমতায় ফেরে রিয়াল। এরপর ৮৬ মিনিটে রিয়ালের হয়ে জয়সূচক গোলটি করেন ড্য়ানি সেবালোস।
দেখুন রিয়ালের জয়সূচক গোলের ভিডিয়ো
CEBALLOS GIVES REAL MADRID THE LEAD LATE ? pic.twitter.com/UxNO9Gxela
— ESPN FC (@ESPNFC) January 19, 2023
দেখুন বার্সার জয়
Raphinha's first 14 matches for Barcelona: 1 Goal and 1 Assist.
Raphinha's last 10 matches for Barcelona: 3 Goals and 6 Assists. pic.twitter.com/IkjVlhTPt6
— Barça Buzz (@Barca_Buzz) January 19, 2023
এবার কোপা দেল রে কাপের কোয়ার্টার ফাইনাল হবে ২৪ ও ২৬ জানুয়ারি। কে কার বিরুদ্ধে খেলবে তার ড্র হবে আজ, শুক্রবার রাত। রিয়াল মাদ্রিদ, বার্সা ছাড়াও এবার কোপা দেল রে-র শেষ আটে উঠেছে অ্যাথলেটিকো মাদ্রিদ, অ্যাথলেটিকো বিলবাও, ওসাসুনা, রিয়াল সোসিদাদ,সেভিয়া ও ভ্যালেন্সিয়া।