BAN vs WI ODI Tie Super Over: মঙ্গলবার মীরপুরে বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের (Bangladesh vs West Indies) মধ্যে দ্বিতীয় টি-২০ ম্য়াচটা সবদিক থেকে স্মরণীয় হয়ে থাকল। বাংলাদেশের ইনিংসে পুরো ৫১ ওভারই (সুপার ওভার সহ) বল করেন ওয়েস্ট ইন্ডিজের পাঁচজন স্পিনার। ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে যা প্রথমবার ঘটল। রান তাড়া করতে নেমে টাই করল ওয়েস্ট ইন্ডিজ। এরপর ম্যাচ গড়ায় সুপার ওভারে (Super Over)। শেষ পর্যন্ত সুপার ওভারে ১ রানে জিতল ওয়েস্ট ইন্ডিজ। সুপার ওভারে প্রথমে ব্য়াট করে ওয়েস্ট ইন্ডিজ করেছিল ১০ রান। সেখানে সুপার ওভারে বাংলাদেশ করে ৯ রান। সুপার ওভারে শেষ বলে জিততে হলে বাংলাদেশকে করতে হত ২ রান। ব্যাট করছিলেন সাইফ হোসেন। ক্যারিবিয়ান স্পিনার আকিল হোসেনের বলে শর্ট থার্ডে খেলে এক রান নিতে পারেন সাইফ। প্রথমবার ওয়ানডেতে সুপার ওভারে খেলে ১ রানে হেরে যায় বাংলাদেশ। নো বলে করলেও সুপার ওভারে দলকে জিতিয়ে নায়ক ক্যারিবিয়ান বাঁ হাতি স্পিনার আকিল হোসেন। এদিন বাংলাদেশের ইনিংসের ৫১টা ওভারই করলেন ওয়েস্ট ইন্ডিজের স্পিনাররা। সুপার ওভারে প্রথম চারটি বলে মাত্র ১টি রান ও একটি উইকেট পান বাংলাদেশের পেসার মুস্তাফিজুর রহমান। পরে সাই হোপ ও কিং শেষ দুটি বলে ৬ রান করেন। তিন ম্য়াচে সিরিজ এখন ১-১।
টাইয়ের পর সুপার ওভারে জিতল ওয়েস্ট ইন্ডিজ
সুপার ওভারে বাংলাদেশকে হারিয়ে সিরিজে সমতায় ফিরলো ওয়েস্ট ইন্ডিজ!#BANvWI #BangladeshCricket pic.twitter.com/po6VkydgLk
— Cricfrenzy.com (@Cricfrenzylive) October 21, 2025
৫০ ওভারের শেষে দুই দলের স্কোর ছিল ২১৩ রান
মীরপুরে ৫০ ওভারের শেষে বাংলাদেশ ও ওয়েস্ট ইন্ডিজের স্কোর সমান সমান- ২১৩ রান। প্রথমে ব্যাট করে বাংলাদেশ করেছিল ৭ উইকেটে ২১৩, ওয়েস্ট ইন্ডিজ করল ৯ উইকেটে ২১৩ রান। এই প্রথম ওয়ানডে-তে বাংলাদেশের কোনও ম্যাচ টাই হল। শেষ বলে ওয়েস্ট ইন্ডিজকে জিততে হলে করত হত ২ রান, বাংলাদেশের সাইফ হোসেনের বলটা স্কোয়ার লেগে ঠেলে দু রান নেন খেরি পিয়ার। ফলে ম্যাচ টাই হয়।
৯ বলের নাটকীয় সুপার ওভার
ইতিহাস লিখতে ব্যর্থ টাইগাররা#BANvWI #BangladeshCricket #BDCricTime pic.twitter.com/zJYMRJZc8y
— bdcrictime.com (@BDCricTime) October 21, 2025
দেখুন টাই ম্যাচের স্কোরবোর্ড
- Bangladesh 213/7 in 50 overs
- West Indies 213/9 in 50 overs
Super Over to follow. Long live, ODI cricket ♥️ #BANvWI pic.twitter.com/TwH6lua8LE
— #SAvPAK #SAvPAK (@PAKSport_Tv) October 21, 2025
শেষ ওভারে জিততে হলে ওয়েস্ট ইন্ডিজকে করতে গত ৫ রান, হাতে ২ উইকেট
জিততে হলে ২১৪ রান করতে হবে, এমন শর্তে ব্যাট করতে নেমে ওয়েস্ট ইন্ডিজ একটা সময় ১৩৩ রানে ৭ উইকেট হারিয়ে নিশ্চিত ম্যাচ ও সিরিজ হারের মুখে দাঁড়িয়ে ছিল, সেখান থেকে অধিনায়ক সাই হোপ অনবদ্য ইনিংস খেলে দলকে প্রায় জিতিয়েই দিয়েছিলেন। হোপকে ভাল সঙ্গত দেন জাস্টিন গ্রেয়াভেস (২৬) ও আকিল হোসেন (১৬)। শেষ ওভারে জিততে হল ওয়েস্ট ইন্ডিজকে করতে হত ৫ রান, হাতে ছিল ২ উইকেট। শেষ ওভারে প্রথম তিনটে বলে মাত্র ১টি রান হয়। একটা সময় ওয়েস্ট ইন্ডিজকে জিততে হলে করতে হত ২ বলে ৩ রান, সেই সময় আউট হয়ে যান আকিল হোসেন। সাই হোপ কেন শেষ ওভারের চতুর্থ বলে সিঙ্গল নিলেন তা নিয়ে প্রশ্ন উঠছে। বাংলাদেশ প্রথমে ব্যাট করে ৭ উইকেটে ২১৩ রান করেছিল। সর্বোচ রান সৌম্য সরকার ৪৫।
পাঁচ স্পিনারের ৫০ ওভার
ওয়ানডে ম্যাচের একটা ইনিংসের পুরো ৫০ ওভারের সবটাই করলেন স্পিনাররা। এমন ঘটনাই ঘটল মঙ্গলবার বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের দ্বিতীয় ওয়ানডে ম্যাচে। মীরপুর ওয়ানডে-তে প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশের ইনিংসে বিরুদ্ধে পুরো ৫০ ওভারই করলেন ওয়েস্ট ইন্ডিজের পাঁচজন স্পিনার- আকিল হোসেন (Akeal Hosein), রোস্টন চেজ (Roston Chase), খেরি পেইরি (Khary Pierre), গুদাকেশ মোতেই (Gudakesh Motie) ও আলিক আথানাজে (Alick Athanaze)। মেহদি হাসান মিরাজ-দের বিরুদ্ধে এই পাঁচ ক্যারিবিয়ান বোলারই ১০ ওভার করে বল করেন। আর কোনও ষষ্ঠ বোলারকে বল করার সুযোগ দেননি ক্যারিবিয়ান অধিনায়ক সাই হোপ। মীরপুরে পিচের অবস্থা খুবই খারাপ।