![](https://bnst1.latestly.com/wp-content/uploads/2019/06/Shakib-Al-Hasan-784x441-380x214.jpg)
শারজা, ২৯ অগাস্ট: মঙ্গলবার থেকে এশিয়া কাপ অভিযান শুরু করছে বাংলাদেশ। গ্র্রুপ বি-তে আফগানিস্তান ও শ্রীলঙ্কার সঙ্গে আছে বাংলাদেশ। আগামিকাল, মঙ্গলবার শারজায় আফগানিস্তানের বিরুদ্ধে ম্যাচ দিয়ে সাকিব উল হাসানদের এবারের এশিয়া কাপ শুরু হচ্ছে। গ্রুপের প্রথম ম্যাচে শ্রীলঙ্কাকে ৮ উইকেট উড়িয়ে দিয়ে চলতি এশিয়া কাপে চমকপ্রদ শুরু করেছে আফগানরা। রশিদ-রা যদি কাল সাকিবদের হারান তাহলেই টুর্নামেন্টের প্রথম দল হিসেবে সুপার ফোরে ওঠা নিশ্চিত করবে। লঙ্কা বাহিনীর বিরুদ্ধে একেবারে পারফেক্ট ক্রিকেটে খেলেন আফগানরা। ব্যাট-বল-ফিল্ডিংয়ে একেবারে অপ্রতিরোধ্য দেখিয়েছে আফগানদের।
বাংলাদেশ তাই অনেকটাই সতর্ক থেকেই নামছে। টি টোয়েন্টিতে বাংলাদেশের রেকর্ড একেবারে খারাপ। ক দিন আগে জিম্বাবোয়ের কাছে সীমিত ওভারের ফর্ম্যাটে হারের মহালজ্জা নিয়েই এবারের এশিয়া কাপে নামছে গতবারের রানার্স বাংলাদেশ। এশিয়া কাপের আগে সাকিব আল হাসানকে নেতৃত্বে ফিরিয়ে ঘুরে দাঁড়াতে মরিয়া পদ্মাপাড়ের দেশ। আরও পড়ুন-পাকিস্তানের পরাজয়ে খুশি এক আফগান নাগরিক, খুশিতে টিভির পর্দাতেই হার্দিককে চুমু (দেখুন ভিডিও)
বাংলাদেশ-আফগানিস্তান টি-২০ রেকর্ড
দুই দল টি টোয়েন্টিতে মোট আটবার মুখোমুখি হয়েছে। তার মধ্যে আফগানরা জিতেছেন পাঁচবার, আর বাংলাদেশ জিতেছে তিনবার
এশিয়া কাপ ২০২২-এর তৃতীয় খেলা বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ কবে, কখন আয়োজিত হবে
বাংলাদেশ বনাম আফগানিস্তান ম্যাচ মঙ্গলবার ২৯ অগাস্ট শারজা-য় হবে।
কখন থেকে শুরু হবে ম্যাচ
কাল, মঙ্গলবার ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা, ও বাংলাদেশের সময় রাত আটটা থেকে শুরু হবে ম্যাচ।
কোন টিভি চ্যানেলে সরাসরি দেখা যাবে খেলা
স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেলে ইংরেজি, হিন্দি সহ নানা ভাষার কমেন্ট্রিতে এশিয়া কাপের সব খেলা সরাসরি সম্প্রচার করা হবে। স্টার স্পোর্টস ১ এসডি ও এইচডি, স্টার স্পোর্টস ৩ এসডি ও এইচডি, স্টার সিলেক্ট এইচডি-র মাধ্যমে সরাসরি দেখা যাবে খেলা। ভারতীয় সময় সরাসরি খেলা দেখা যাবে সন্ধ্যা সাড়ে ৭টা থেকে। টস হবে সন্ধ্যা সাতটা থেকে। ডিডি স্পোর্টসেও সরাসরি দেখা যাবে খেলা।
অনলাইনে খেলা কীভাবে দেখা যাবে?
ডিজনি প্লাস হটস্টার-ওয়েবসাইট ও অ্যাপের মাধ্যমে সরাসরি দেখা যাবে খেলা।
কারা এগিয়ে
আফগানিস্তানকে খাতায় কলমে এগিয়ে রাখতে হচ্ছে। আফগান দলে ম্যাচ উইনার অনেক। তবে বাংলাদেশ পিছিয়ে নেই। ম্যাচ আফগান-দের পক্ষে ৫৫:৪৫।
দু দলের প্রথম একাদশ কেমন হতে পারে
বাংলাদেশের সম্ভাব্য একাদশ-মহম্মদ নঈম, আনামুল হক (উইকেটকিপার), সাকিব আল হাসান (অধিনায়ক), আফিফ হোসেন, মেহমদুল্লা, সাব্বির রহমান, মোসাদ্দেক হোসেন, মেহদি হাসান, মহম্মদ সঈফুদ্দিন, নাসুম আহমেদ, মুস্তাফিজুর রহমান
আফগানিস্তানের সম্ভাব্য একাদশ- হজরাতুল্লা ঝাঝাই, রহমন্নুলহ গুরবাজ (উইকেটকিপার), নাজিবুল্লহা জার্দান, করিম জানাত, মহম্মদ নবি (অধিনায়ক), রশিদ খান, আজমাতুল্লা ওমারঝাই, নবিন-উল-হক, মুজিব উর রহমান, ফাজালহক ফারুকি।