Bangladesh vs New Zealand: চমক অব্যাহত বাংলাদেশের, নিউ জিল্যান্ডকে ৬০ রানে অল আউট করলেন সাকিব আল হাসান-রা
Bangladesh Cricket Team (Photo Credits: Twitter)

ঢাকা, ১ সেপ্টেম্বর: দেশের মাটিতে অস্ট্রেলিয়াকে টি টোয়েন্টি সিরিজে ৪-১ উড়িয়ে দেওয়ার পর এবার নিউ জিল্যান্ডের বিরুদ্ধেও চমক দেখানো শুরু করে দিল বাংলাদেশ ক্রিকেট দল (Bangladesh Cricket Team)। বুধবার বাংলাদেশের বিরুদ্ধে পাঁচ ম্যাচের টি টোয়েন্টি সিরিজের প্রথম খেলায় নিউ জিল্যান্ড (New Zealand) মাত্র ৬০ রানে অল আউট হয়ে গেল। এটাই টি টোয়েন্টিতে নিউ জিল্যান্ডের যুগ্মভাবে সবচেয়ে কম রানের স্কোর। কেন উইলিয়ামসনহীন কিউই দলের প্রথম চার উইকেট ৯ রানে পড়ে গিয়েছিল। এরপর অধিনায়ক টম লাথাম (১৮), হেনরি নিকোলাস(১৮) কিছুটা লড়ার পর কিউই দলের রান তবু কিছুটা ভদ্রস্থ দেখায়। আরও পড়ুন: কখন, কোথায়, কীভাবে সরাসরি দেখবেন বাংলাদেশ-নিউ জিল্যান্ডে টি টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচ

Bangladesh have bowled out New Zealand for 60 – their joint-lowest total in T20Is.

#BANvNZ | https://t.co/4Bvg9arZLr pic.twitter.com/UlcF4aHXt4

মুস্তাফিজুর রহমান ১৩ রানে ৩ উইকেট নেন। সাকিব ১০ রানে দুটি ও নাসুম আহমেদ ৫ রানে দুটি উইকেট নেন। নিউ জিল্যান্ডের ইনিংস মাত্র ১০১ বল টেকে। শুধু বাংলাদেশী স্পিনাররাই নয়, বাংলাদেশের পেসারদের বলে কোনও দিশাই খুঁজে পাচ্ছিলেন না কিউই ব্যাটসম্যানরা। ক দিন আগে অস্ট্রেলিয়ার ব্যাটসম্যানেদর ঠিক একই অবস্থা হয়েছিল।

অচেনা পিচ অনভিজ্ঞ দল নিয়ে নেমে টসে জিতে প্রথমে ব্যাট করতে নামে নিউ জিল্যান্ড। ইনিংসের তৃতীয় বলেই আউট হয়ে যান প্রথমবার নিউ জিল্যান্ডের জার্সিতে খেলতে নামা ওপেনার রচিন বরীন্দ্র (১ বলে ০)। এরপর একে একে উইল ইয়ং (৫), কলিন ডি গ্র্যান্ডহোম (১), টম ব্লান্ডেল (২)আউট হয়ে যান। কিউই দলের স্কোর তখন চার ওভারে ৪ উইকেট হারিয়ে ৯ রান। হেনরি নিকোলাস আউট হওয়ার পর ফের কিউই ইনিংসে ধস নামে। নিউ জিল্যান্ডের শেষ ৬টা উইকেট পড়ে ১৭ রানের মধ্যে। এই সিরিজে কেন উইলিয়ামসন, মার্টিন গুপ্তিল সহ একাধিক তারকাকে বিশ্রাম দিয়ে রিজার্ভ বেঞ্চের শক্তি যাচাই করছে কিউই দল।