Bangladesh Beats Pakistan T20I: শ্রীলঙ্কায় সিরিজ জয়ের পর এবার পাকিস্তান (Pakistan)-কে হারিয়ে টি-২০ সিরিজ শুরু করল বাংলাদেশ (Bangladesh Cricket team)। রবিবার মীরপুরে টি-২০ সিরিজের প্রথম ম্যাচে পাকিস্তান (BAN vs PAk)-কে ৭ উইকেটে হারাল বাংলাদেশ। সলমন আঘা (Salman Agha)-দের মাত্র ১১০ রানে অল আউট করে, সেই রানটা ২৭ বল বাকি থাকতে ৩ উইকেটে তুলে নিলেন লিটন দাস (Liton Das)-রা। বাংলাদেশের জয়ে নায়ক তারকা পেসার তাসকিন আহমেদ (Taskin Ahmed) এবং ওপেনার পারভেজ হোসেন এমন (Parvez Hossain Emon)। তাসকিন ২২ রান দিয়ে ৩ উইকেট নেন। আর রান তাড়া করতে নেমে ৩৯ বলে ৫৬ রানে অপরাজিত থাকেন পারভেজ ইমন। ম্যাচের সেরা নির্বাচিত হলেন বাংলাদেশের ওপেনার পারভেজ।
পাকিস্তানের বিরুদ্ধে এবার নিয়ে চতুর্থবার টি-২০-তে জিতল বাংলাদেশ
পাকিস্তানের বিরুদ্ধে এবার নিয়ে মোট চতুর্থ বার টি-২০ আন্তর্জাতিকে জিতল বাংলাদেশ। শেষবার বাংলাদেশ টি-২০ ক্রিকেটে পাকিস্তানকে হারিয়েছিল চিনে এশিয়ান গেমসে। তার আগে ২০১৫ ও ২০১৬ সালে এই মীরপুরেই পাকিস্তানকে টি-২০-তে হারিয়েছিল বাংলাদেশ। গত বুধবার প্রথমবার শ্রীলঙ্কার মাটিতে সিরিজ জিতে ইতিহাস গড়ার পর লিটন দাসরা এবার পাকিস্তানকে হারিয়ে দেশের মাটিতে টি-২০ সিরিজ শুরু করলেন। মঙ্গলবার মীরপুরে সিরিজের দ্বিতীয় ম্যাচ।
পাকিস্তান ১১০ অল আউট, বাংলাদেশ ১১২/৩ (১৫.৩ ওভার)
এদিন, বাংলাদেশের বোলিংয়ের সামনে পুরো মুখথুবড়ে পড়ে পাক ব্যাটিং। একমাত্র ওপেনার ফকহর জামান (৪৪) ছাড়া আর স্পেশালিস্ট কোনও ব্যাটাররা কেউ দু অঙ্কের রান পাননি। অধিনায়ক সলমন (৩) থেকে সাইম আয়ুব (৬), মহম্মদ হ্যারিস ৯৪), হাসান নওয়াজ (০), মহম্মদ নওয়াজ (০)-রা ব্যর্থ হন। ৭০ রানে ৬ উইকেট হারিয়ে বড় চাপে পড়ে গিয়েছিল পাকিস্তান। শেষের দিকে আট নম্বরে নেমে আব্বাস আফ্রিদি (২২) ভাল না খেললে পাকিস্তানের রান ১০০ টপকাতো না। তাসকিনের পাশাপাশি দারুণ বল করেন মুস্তাফিজুর রহমান (২/৬)। রান তাড়া করতে নেমে শুরুতে তানজিদ হাসান (১) ও লিটন দাস (১)-র উইকেট হারিয়ে বড় চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। অভিষেক আন্তর্জাতিক ম্যাচে খেলা পাক পেসার সলমন মির্জা লিটনদের জোড়া ধাক্কা দিয়ে আগুন ঝরাচ্ছিলেন।
এক নজরে মীরপুর টি-২০র স্কোরবোর্ড
Bangladesh Beat Pakistan By 7 Wickets in The First T20 International Match 🏏🇵🇰🇧🇩🏆#Cricket #Pakistan #PakistanCricket #PAKvBAN #BANvPAK #PAKvsBAN #BANvsPAK #SalmanAliAgha #SportsTrendsCan #SportsTrendsCanada pic.twitter.com/1z2mlW5Gmu
— SportsTrends (@SportsTrendsCan) July 20, 2025
অপরাজিত ৫৬ রানের দুরন্ত ইনিংস পারভেজ ইমনের
কিন্তু সেখান থেকে তোহিদ হৃদয়কে সঙ্গে নিয়ে পারভেজ ইমন দারুণ খেলতে থাকেন। পারভেজ ও হৃদয় তৃতীয় উইকেটে ৭৩ রান যোগ করে দলের জয় নিশ্চিত করেন। আব্বাস আফ্রিদির বলে হৃদয় ফিরে যাওয়ার পর জাকের আলি (১৫ অপরাজিত)-কে নিয়ে ৫টি ওভার বাউন্ডারি ও ৩টি বাউন্ডারি হাঁকিয়ে অপরাজিত ৫৬ রানের ইনিংস খেলে দলকে জিতিয়ে আনেন পারভেজ।