Bangladesh Beat Hong Kong, Asia Cup 2025: ১১ বছর আগের মত কোনও অঘটন ঘটল না। এশিয়া কাপে (Asia Cup Cricket 2025) জয় দিয়ে শুরু করল বাংলাদেশ (Bangladesh Cricket Team)। ২০১৪ টি-২০ বিশ্বকাপে হংকয়ের কাছে হেরে মহলাজ্জার মুখে পড়েছিল বাংলাদেশ, এবার তেমন কিছু হল না। এদিন হংকং-কে ১৪ বল বাকি থাকতে ৭ উইকেটে হারাল পদ্মাপাড়ের দেশ। জয়ের নায়ক অধিনায়ক লিটন দাস (Liton Das) (39 বলে 59)। আফগানিস্তানের পর বাংলাদেশের কাছে হেরে টুর্নামেন্ট শুরুর তৃতীয় দিনেই বিদায় নিল হংকং (Hong Kong)।
টুর্নামেন্টের তৃতীয় দিনেই বিদায় নিল হংকং
উদ্বোধনী ম্যাচে হংকংকে ৯৪ রানে হারিয়েছিল আফগানিস্তান। রশিদ খানরা প্রথমে ব্যাট করে ৬ উইকেটে ১৮৮ রান করার পর, হংকং ৯৪ রানে অল আউট হয়ে যায়। গ্রুপ বি-তে সুপার ফোরে ওঠার লড়াইটা এখন প্রত্যাশিতভাবেই তিনটি দেশের মধ্যে দাঁড়িয়ে গেল-আফগানিস্তান, বাংলাদেশ ও শ্রীলঙ্কার মধ্যে। শনিবার এই গ্রুপের ডু অর ডাই ম্য়াচে আবুধাবিতে মুখোমুখি শ্রীলঙ্কা ও বাংলাদেশ।
লিটনের কীর্তি
Brilliant Knock From Skipper Liton Das Against Hong Kong China in The Match #3 Of Asia Cup 2025 🏏🇧🇩#Cricket #AsiaCup #AsiaCup2025 #BANvHK #HKvBAN #BANvsHK #HKvsBAN #LitonDas #SportsTrendsCan #SportsTrendsCanada pic.twitter.com/wOGYKPoUj5
— SportsTrends (@SportsTrendsCan) September 11, 2025
লিটন-হৃদয়ের ৯৫ রানের পার্টনারশিপে দুরন্ত জয়
জয়ের জন্য ১৪৪ রান তাড়া করতে নেমে ৪৭ রানের মধ্যে দলের দুই ওপেনারকে হারিয়ে চাপে পড়ে গিয়েছিল বাংলাদেশ। আউট হয়ে যান পারভেজ হুসেন ইমন (১৪ বলে ১৯) ও তানজিদ হাসান (১৪)। এরপর তৃতীয় উইকেটে লিটন দাস ও তোহিদ হৃদয় ৬৯ বলে ৯৫ রানের পার্টনারশিপ করে বাংলাদেশকে গুরুত্বপূর্ণ জয় এনে দেন। ম্যাচ জেতা থেকে ২ রান দূরে আউট হয়ে যান লিটন। এরপর জারি আলি-কে নিয়ে জিতিয়ে দেন হৃদয় (৩৬ বলে ৩৫ বলে অপরাজিত)। ৬টি বাউন্ডারি ও ১টি ওভার বাউন্ডারি হাঁকিয়ে ৫৯ রানের ইনিংস খেলা লিটন দাস ম্যাচ সেরার পুরস্কার পান। বাংলাদেশের হয়ে ২টি করে উইকেট নেন তাসকিন আহমেদ, তানজিম সাকিব ও রাশিদ হোসেন। হংকংয়ের হয়ে সর্বাধিক রান করেন নাজিকাত খান (৪২)। পয়েন্ট তালিকায় নেট রান রেটে এখন আফগানরা শীর্ষে, বাংলাদেশ দু নম্বরে। শ্রীলঙ্কা এখনও অভিযান শুরু করেনি।
দেখুন স্কোরবোর্ড
#BANvHK || Asia Cup 2025
Match Highlights:
HK: 143/7 (20)
BAN: 144/3 (17.4)
Bangladesh won by 7 wickets.
Top perfomers:
Batter: Liton Das 59(39)
Bowler: Ateeq Iqbal (2 wickets with lowest economy) pic.twitter.com/UNF3w0q553
— Kshitij (@Kshitij45__) September 11, 2025
আজ, শুক্রবার নামছে পাকিস্তান
আজ, শুক্রবার গ্রুপ এ-র ম্যাচে পাকিস্তান নামছে ওমানের বিরুদ্ধে। বুধবার, গ্রুপ এ-র প্রথম ম্যাচে আয়োজেক দেশ ইউএই-কে ৯ উইকেটে পরাস্ত করেছিল টিম ইন্ডিয়া।