ENG W vs BAN W: গুয়াহাটিতে মহিলাদের ওয়ানডে বিশ্বকাপে (ICC Women's ODI World Cup 2025) শক্তিশালী ইংল্য়ান্ডের (England Women's Cricket Team) বিরুদ্ধে প্রথমে ব্য়াট করতে নেমে ১৭৮ রানে অল আউট হয়ে গেল বাংলাদেশ (Bangladesh Women's Cricket team)। ৪৯.৪ ওভারে অল্প রানে অল আউট হয়ে গেলেও নজর কাড়লেন বাংলাদেশের মিডল অর্ডার ব্য়াটার শোভনা মোস্তারি (৬০)। শেষের দিকে ৯ নম্বরে নেমে ২৭ বলে ৪৩ রানের অপরাজিত চমকপ্রদ ইনিংস খেলেন রাবেয়া খান। রাবেয়ার জন্যই বাংলাদেশের রানটা কিছুটা ভদ্রস্থ দেখাল। আর কিছুটা লড়লেন ওপেনার শারমিন আখতার (৩০)।
বাংলাদেশের ৭জন এক অঙ্কের রানে আউট হন
এই তিনজন ছাড়া বাংলাদেশের বাকি ব্য়াটাররা অসহায় আত্মসমর্পণ করেন। বাংলাদেশের ৭ জন ব্যাটার এক অঙ্কের রান করে আউট হন। এই কারণেই শোভনা-রাবেয়াদের ব্য়াট হাতে দুরন্ত লড়াইটা শেষ পর্যন্ত হয়তো দাম পাবে না।
ইংল্য়ান্ডের জিততে চাই ১৭৯ রান
England Need 179 Runs to Win | Bangladesh 🇧🇩 🆚 England 🏴| Match 8 | Women’s Cricket World Cup 2025
07 October 2025 | 3:30 PM | Barsapara Cricket Stadium, Guwahati
Photo Credit: ICC/Getty#Bangladesh #TheTigress #BCB #Cricket #WomenWorldCup #Cricket #TigressForever… pic.twitter.com/UOWqAzZat2
— Bangladesh Cricket (@BCBtigers) October 7, 2025
বাংলাদেশের অধিনায়িকা নিগার সুলতানা কোনও রান না করেই আউট হন
তিন নম্বরে নেমে বাংলাদেশের অধিনায়িকা নিগার সুলতানা কোনও রান না করেই আউট হন। ওপেনার রুবায়া হায়দার (৪), শোরনা আখতার (১০), ঋতু মণি (৫), ফহিমা খাতুন (৭)-রাও ব্যর্থ হন। ইংল্যান্ডের বাঁ হাতি স্পিনার সোফি একলেস্টোন তিনটি উইকেট নেন। চলতি বিশ্বকাপে তাদের প্রথম ম্য়াচে পাকিস্তানকে ৭ উইকেটে হারিয়েছিল বাংলাদেশ। অন্যদিকে, ইংল্যান্ড হারিয়েছিল দক্ষিণ আফ্রিকাকে।