BAN vs WI. (Photo Credits:X)

BAN vs WI 2nd ODI: ওয়ানডে ম্যাচের একটা ইনিংসের পুরো ৫০ ওভারের সবটাই করলেন স্পিনাররা (West Indies Spinners)। এমন ঘটনাই ঘটল মঙ্গলবার বাংলাদেশ বনাম ওয়েস্ট ইন্ডিজের (Bangladesh vs West Indies 2nd ODI) দ্বিতীয় ওয়ানডে ম্যাচে। ওয়ানডে ক্রিকেটের ৫৪ বছরের ইতিহাসে এমন ঘটনা প্রথমবার ঘটল। মীরপুর ওয়ানডে-তে প্রথমে ব্যাট করতে নামা বাংলাদেশের ইনিংসে বিরুদ্ধে পুরো ৫০ ওভারই করলেন ওয়েস্ট ইন্ডিজের পাঁচজন স্পিনার- আকিল হোসেন (Akeal Hosein), রোস্টন চেজ (Roston Chase), খেরি পেইরি (Khary Pierre), গুদাকেশ মোতেই (Gudakesh Motie) ও আলিক আথানাজে (Alick Athanaze)। মেহদি হাসান মিরাজ-দের বিরুদ্ধে এই পাঁচ ক্যারিবিয়ান বোলারই ১০ ওভার করে বল করেন। দলে একজন স্পেশালিস্ট বোলার থাকলেও তাঁকে বল করার সুযোগ দেননি অধিনায়ক। পাঁচ স্পিনারের বাইরে আর কোনও ষষ্ঠ বোলারকে বল করার সুযোগ দেননি ক্যারিবিয়ান অধিনায়ক সাই হোপ। মীরপুরে পিচের অবস্থা খুবই খারাপ। এই পিচে যে স্পিনারদের স্বর্গরাজ্য যা দেখেই বোঝা যাচ্ছে। কিন্তু তা বলে পুরো ৫০ ওভারের সবটাকেই স্পিনাররা করছেন তেমনটা আগে ঘটেনি।

মোতেই ৩টি, আথানাজে ও হোসেন ২টি করে উইকেট পান

ক্যারিবিয়ান স্পিনার মোতেই ৬৫ রান দিয়ে ৩টি, আথানাজে ও হোসেন ২টি করে উইকেট পান। এই ম্যাচে ক্যারিবিয়ানদের প্রথম একাদশে পাঁচজন স্পেশালিস্ট স্পিনারকে দলে রেখেছিলেন অধিনায়ক হোপ। দুই স্পেশালিস্ট পেসার রোমারিও শেফার্ড ও জাইডেন সিলেসকে বাদ দিয়ে, এদিন মীরপুরে দ্বিতীয় ওয়ানডে-তে আকিল হোসেন ও আলিক আথানাজে প্রথম একাদশে রাখেন ক্যারিবিয়ান অধিনায়ক সাই হোপ। এদিন, স্পেশালিস্ট পেসার জাস্টিন গ্রেভেস প্রথম একাদশে থাকলেও বল করালেন না অধিনায়ক হোপ।

পাঁচ ক্যারিবিয়ান স্পিনার করলেন ৫০ ওভার

এদিন মীরপুরে বাংলাদেশ করল ২১৩ রান

১০৩ রানের মধ্যে ৫ উইকেট হারিয়েও শেষ পর্যন্ত নির্ধারিত ৫০ ওভারে বাংলাদেশ করল ৭ উইকেটে ২১৩ রান। শেষের দিকে ৯ নম্বরে নেমে রিশাদ হোসেনের ১৪ বলে ৩৯ রানের অপরাজিত ইনিংসের সৌজন্যে বাংলাদেশের রান দুশো পাড় হয়ে যায়। সর্বোচ্চ রান সৌম্য় সরকারের (৪৫)।

দেখুন খবরটি

সিরিজে ১-০ এগিয়ে বাংলাদেশ

চলতি এই ওয়ানডে সিরিজের প্রথম ম্য়াচে বাংলাদেশ ৭৪ রানে জিতেছিল। মীরপুরে আয়োজিত সেই ম্যাচে প্রথমে ব্যাট করে বাংলাদেশ করেছিল ২০৭ রান, জবাবে ক্যারিবিয়ানরা ১৩৩ রানে অল আউট হয়ে যায়। আজ, মঙ্গলবার জিতলেই এক ম্য়াচ বাকি থাকতে ক্যারিবিয়ানদের বিরুদ্ধে এই ওয়ানডে সিরিজ পকেটে পুড়বে বাংলাদেশ।