BAN vs WI 1st T20I: ওয়ানডে সিরিজ জয়ের পর ক্যারিবিয়ানদের বিরুদ্ধে টি-২০তে শুরুটা খারাপ হল বাংলাদেশের (Bangladesh Cricket team)। একেবারে জঘন্য ব্যাটিং করে আজ, সোমবার ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম টি-২০ ম্যাচে ১৬ রানে হারলেন লিটন দাস (Liton Das)-রা। তিন ম্য়াচের টি-২০ সিরিজে ১-০ এগিয়ে গেলেন সাই হোপ (Sai Hope)রা। সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে বুধবার, চট্টগ্রাম। এদিন প্রথমে ব্য়াট করে নির্ধারিত ২০ ওভারে ওয়েস্ট ইন্ডিজ করেছিল ৩ উইকেটে ১৬৫ রান। জবাবে বাংলাদেশ ১৪৯ রানে অল আউট হয়ে যায়। শেষ ৩ ওভারে ক্যারিবিয়ানরা ৫১ রান তুলে নিয়ে খেলার মোড় ঘুরিয়ে দেয়। শেষের দিকে ২৮ বলে অপরাজিত ৪৪ রানের বিস্ফোরক ইনিংস খেলেন রোভম্যান পাওয়েল। অধিনায়ক সাই হোপ ২৮ বলে ৪৬ রানের দুরন্ত ইনিংস খেলেন। কেকেআর তারকা পাওয়েল ও অধিনায়ক হোপ ৪টি করে ওভার বাউন্ডারি হাঁকান।
39 রানের মধ্যে ৪ উইকেট হারিয়ে হেরে বসে বাংলাদেশ
এরপর জবাবে চট্টগ্রামে ব্য়াট করতে নেমে শুরুতে ৩৮ রানের মধ্য়ে ৩ উইকেট হারায় বাংলাদেশ। দুই ওপেনার তানজিদ হাসান (১৫) ও সঈফ হাসান (৮), অধিনায়ক লিটন দাস (৫) আউট হয়ে যান। এরপরেও নিয়মিত উইকেট হারাতে থাকে বাংলাদেশ। ২ উইকেটে ৩৮ থেকে ৭৭ রানের মধ্যে ৬ উইকেট হারিয়ে বড় চাপে পড়ে যায় পদ্মাপাড়ের দেশ। সেখান থেকে দলকে লড়াইয়ে ফেরানোর চেষ্টা করেন তাজিম হাসান সাকিব (২৭ বলে ৩৩) ও নাসুন আহমেদ (২০)। তবে শেষরক্ষা হয়নি।
চট্টগ্রামের সংক্ষিপ্ত স্কোরবোর্ড
West Indies secure a thrilling victory in the T20I series opener against Bangladesh 👊#BANvWI 📝: https://t.co/jCRel2zzAT pic.twitter.com/czTz1lOzAJ
— ICC (@ICC) October 27, 2025
তাসকিনের হিট উইকেটে 'খেল খতম'
তাসকিন আহমেদ (১০) হিট উইকেট হওয়ার পর ১৯.৪ ওভারে ১৪৯ রানে শেষ হয় বাংলাদেশের ইনিংস। জয়দেন সিলেস ও জেসন হোল্ডার ৩টি করে উইকেট নেন। স্পিনার আকেইল হোসেন ২টি ও খারি পেইরি ১টি উইকেট নেন। ম্য়াচের সেরা নির্বাচিত হন রোভম্যান পাওয়েল।