Ballon d’Or 2025 Live Streaming: আজ, সোমবার রাতে ফুটবল বিশ্বের সবচেয়ে পুরস্কারের ঘোষণা হতে চলেছে। ফুটবলের অস্কার পুরস্কার হিসাবে বিবেচিত 'ব্যালন ডি’অর'-এর আয়োজন হতে চলেছ। ভারতীয় সময় রাত সাড়ে ১২টা থেকে প্যারিসের ঐতিহ্যবাহী থিয়েটার দু চারলেটে (Théâtre du Châtelet) আয়োজিত হতে চলেছে ব্যালন ডি'অর। ব্যালন ডি'অর হলো ফুটবল বিশ্বের সবচেয়ে ঐতিহ্যবাহী ও মর্যাদাপূর্ণ ব্যক্তিগত পুরস্কার। প্রতি বছর ফ্রান্সের একটি খ্যাতনামা ম্যাগাজিন ফান্স ফুটবল 'France Football' এই পুরস্কার দেয়। বিশ্বের সেরা ফুটবলারকে বেছে নেওয়া হয় সাংবাদিকদের ভোটের মাধ্যমে। শুরু হয়েছিল ১৯৫৬ সালে, আর প্রথম পুরস্কার জেতেন ইংল্যান্ডের স্যার স্ট্যানলি ম্যাথিউজ। এবার ব্যালন ডি'অর-এ পুরুষদের বর্ষসেরা ফুটবলার হওয়ার বিষয়ে ফেভারিট পিএজি-র ২৮ বছরের ফরাসি স্ট্রাইকার উসমানে দেম্বেলে (Ousmane Dembélé)।
আজ, রাতে ৬৯তম ব্যালন ডি’অর অনুষ্ঠানের দিকে চেয়ে গোটা বিশ্ব। গত বেশ কয়েক বছর ধরে ব্যালন ডি অর মানেই ছিল লিওনেল মেসি ও ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর দ্বৈরথ। কিন্তু ২০২৩-র পর থেকে এই পুরস্কার মঞ্চে উঠে আসছেন নতুনরা।
গত মরসুমে দেম্বেলে পিএসজি-র হয়ে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ, লিগা ১ সহ ত্রিমুকুট জেতেন। পাশাপাশি ক্লাব বিশ্বকাপে রানার্সও হন। গত মরসুমে চ্যাম্পিয়ন্স লিগে সেরা ফুটবলারও তিনি নির্বাচিত হয়েছিলেন। চ্যাম্পিয়ন্স লিগে ৮টি সহ পিএসজি-র জার্সিতে মোট ৩৩টি গোল করেন দেম্বেলে।
এক নজরে দেখে নেওয়া যাক এবারের ব্যালন ডি'অর নিয়ে গুরুত্বপূর্ণ ১০টি জিনিস-
১. তারিখ ও স্থান
আজ রাতে প্যারিসের থিয়েটার দু চাটেলেট (Théâtre du Châtelet)-এ অনুষ্ঠিত হচ্ছে ৬৯তম ব্যালন ডি’অর। বহু বছর ধরে এই ঐতিহাসিক থিয়েটারেই হয় ফুটবলের সবচেয়ে গ্ল্যামারাস পুরস্কার বিতরণী অনুষ্ঠান।
২. শুরুর সময়
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে শুরু হবে প্যারিসের স্থানীয় সময় অনুযায়ী রাত ৯টায়। ভারতীয় সময় অনুযায়ী সেটা ২৩ সেপ্টেম্বর, মঙ্গলবার, রাত ১২টা ৩০ মিনিটে। পুরো অনুষ্ঠান চলবে প্রায় ২-৩ ঘণ্টা মত।
শেষ দশটি ব্যালন ডি'অরে জয়ীরা
Last 10 #BallonDor winners:
2014: Cristiano Ronaldo
2015: Lionel Messi
2016: Cristiano Ronaldo
2017: Cristiano Ronaldo
2018: Luka Modrić
2019: Lionel Messi
2021: Lionel Messi
2022: Karim Benzema
2023: Lionel Messi
2024: Rodri
Who joins in 2025?#BallonDor2025 #Paris #France pic.twitter.com/1TgL2XKVLe
— Fanzel Sports (@Fanzelsportsng) September 22, 2025
৩. নিয়মাবলী
এ বছর পুরস্কার দেওয়া হবে শুধুমাত্র ২০২৪/২৫ ফুটবল মরসুমের পারফরম্যান্সের ভিত্তিতে। মানে ২০২৪ সালের পয়লা আগস্ট থেকে ২০২৫ সালের ১৩ জুলাই পর্যন্ত (FIFA Club World Cup Final সহ)। এবার আন্তর্জাতিক টুর্নামেন্ট নয়, বরং ক্লাব পারফরম্যান্সকেই অগ্রাধিকার দেওয়া হচ্ছে।
৪) মনোনয়ন ঘোষণা
আগামী ৭ আগস্ট, ২০২৫-এ ফ্রান্সের ফুটবল ম্যাগাজিন (France Football) ও উয়েফা (UEFA) যৌথভাবে সব ক্যাটেগরির মনোনীতদের নাম প্রকাশ করে। মূল ব্যালন ডি’অরের জন্য মনোনয়ন পেয়েছেন ৩০ জন পুরুষ ও ৩০ জন মহিলা ফুটবলার।
কে এগিয়ে
Despite the leaks,
Here are the contenders for #BallonDor2025
Who takes it? pic.twitter.com/1GLjw2KY0A
— RALPH Chidozie George (@ralphcgeorge) September 22, 2025
৫) পুরুষদের মধ্যে হট ফেভারিট
সবচেয়ে এগিয়ে আছেন পিএসজি-র উসমান দেম্বেলে। মোট ৩৩ গোল, ১৩ অ্যাসিস্ট ও চ্যাম্পিয়নস লিগ, লিগ ১ এবং কুপ দ্য ফ্রান্স ট্রফি জয়ের দারুণ মরসুম কাটিয়েছেন। প্রতিদ্বন্দ্বিতায় রয়েছেন বার্সেলোনার তারকা লামিনে ইয়ামাল ও লিভারপুল তারকা মোহাম্মদ সালাহ। এ ছাড়াও ৩০ জনের মনোনয়নের তালিকায় রয়েছেন ইংল্য়ান্ডের জুডে বেলিংহ্যাম, ইতালি তথা পিএসজি-র তারকা গোলকিপার জিয়ানলুঙ্গি দোনারুমা, নরওয় ও ম্য়ান সিটির তারকা এরলিং হল্যান্ড, আর্জেন্টিনার লাউতেরো মার্টিনেজ, আলেক্সিক ম্যাক আলিস্টার, স্পেনের পেদ্রি, ব্রাজিলের রাপিনহা ও ভিনিসিয়াস জুনিয়র। তবে দেম্বেলে অনেকটা এগিয়ে রয়েছেন তার অবিশ্বাস্য পারফরম্যান্সের জন্য। যদিও জল্পনা, এবার নাকি ব্যালন ডি'অরে বড় চমক থাকছে।
বর্ষসেরা পুরস্কারের দৌড়ে এগিয়ে দেম্বেলে
Ousmane Dembélé has racked up 37 direct goal contributions in 2025 across all competitions, outpacing any other player in Europe’s top five leagues by at least six! 🔥
⚽️ 27 goals
🅰️ 10 assists
Ballon d’Or on the horizon? ⏳🏆#OusmaneDembele #Football #BallonDor2025 pic.twitter.com/VMopIHrks8
— Sportskeeda Football (@skworldfootball) August 13, 2025
৬) বর্ষসেরা মহিলা ফুটবলারের ব্যাপারে কে এগিয়ে
আর্সেনালের ফুটবলাররা এবার মহিলাদের বর্ষসেরা পুরস্কারের দৌড়ে এগিয়ে। বিশেষত আলেসিয়া রুসো ও লিয়া উইলিয়ামসন, যারা ইউরো ২০২৫ জিতেছেন। বার্সেলোনার আইতানা বনমাতি (দুইবারের চ্যাম্পিয়ন) ও আলেক্সিয়া পুতেলাস-ও রয়েছেন বর্ষসেরা মহিলা ফুটবলারের দৌড়ে।
৭) পুরস্কারের তিনটি নতুন ক্যাটেগরি
প্রথমবারের মতো যোগ হচ্ছে তিনটি মহিলা বিভাগে পুরস্কার। সেগুলি হল- উইমেন্স ইয়াশিন ট্রফি (সেরা গোলকিপার), উইমেন্স গার্ড মুলার ট্রফি (সেরা গোলদাতা) ও উইমেন্স কোপা ট্রফি ( অনুর্ধ্ব ২১ তরুণী খেলোয়াড়)
৮) ভোটিং প্রক্রিয়া
বিশ্বের শীর্ষ ১০০ ফিফা র্যাঙ্কধারী দেশের একেকজন সাংবাদিক ভোট দেবেন। পারফরম্যান্স, ফেয়ার প্লে ও ক্যারিয়ারের প্রভাব বিবেচনা করেই নির্ধারিত হবে বিজয়ী। কোচ বা অধিনায়কদের ভোট এবার থাকছে না। এবারের ব্য়ালন ডি'অর অনুষ্ঠানটি সঞ্চালনা করবেন ব্রিটিশ ক্রীড়া সঞ্চালক কেট স্কট ও কিংবদন্তি ডাচ ফুটবলার রুড গুলিট। পুরস্কার দিতে পারেন ব্রাজিলিয়ান কিংবদন্তি রোনাল্ডনিহো।
৯) ভারতে টিভি ও ইন্টারনেটের মাধ্যমে কোথায় দেখা যাবে
এবারের ব্যালন ডি'অর ভারতীয় সময় সরাসরি রাত সাড়ে ১২টা থেকে সোনি স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেল ও সোনি লিভ অ্যাপে সরাসরি দেখা যাবে।
১০) গতবার ব্যালন ডি'অর জয়ীরা
পুরুষ বর্ষসেরা ফুটবলার- রড্রি (স্পেন, ম্যানচেস্টার সিটি)
মহিলা বর্ষসেরা ফুটবলার- আইতানা বোনমাতি (স্পেন)
সেরা গোলকিপার- এমিলিয়ানো মার্টিনেজ (আর্জেন্টিনা)
সেরা প্রতিভাবান ফুটবলার- লামিনে ইয়ামাল।