শুক্রবার হাংঝৌ এশিয়ান গেমসের দিনের শুরুটা ভাল হয়েছে ভারতের। তবে ব্যাডমিন্টন কোর্ট থেকে খারাপ খবর। শ্যুটিংয়ে পুরুষদের দলগত ৫০ মিটার রাইফেলে সোনা, পুরুষদের ডবলসে রুপো জেতার মাঝে মহিলাদের ব্যাডমিন্টনে চরম হতাশা। খারাপ ফর্মে থাকা পিভি সিন্ধু এশিয়াডেও হতাশ করলেন। ব্যাডমিন্টনে মহিলাদের দলগত বিভাগের কোয়ার্টার ফাইনালে খারাপভাবে হেরে গেল ভারত। তাইল্যান্ডের কাছে ০-৩ হেরে গেলেন সিন্ধুরা। দুটি সিঙ্গলস ও ডবলসে হারে তাইল্যান্ডের খেলোয়াড়দের কাছে ভারত। বিশ্বের ১২ নম্বর খেলোয়াড় ছছৌওয়াংয়ের কাছে কাছে সিন্ধু হারেন ২১-১৪, ১৫-২১, ১৪-২১।
শুটিংয়ে পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি-পিস টিম ইভেন্টে সোনা জিতল টিম ইন্ডিয়া। ৫০ মিটার রাইফেল থ্রি-পিস পুরুষ বিভাগে ভারতকে সোনা এনে দিলেন ঐশ্বর্য তোমার, স্বপ্নিল কুসালে ও অখিল শেওরান। বিশ্বরেকর্ড গড়ে চিনকে হারিয়ে এই বিভাগে সোনা জিতল ভারত। চলতি এশিয়ান গেমসে ভারতের এটি সপ্তম সোনা। পাশাপাশি শুটিংয়ে এটি ভারতের ১৫ তম পদক। আরও পড়ুন-এশিয়ান গেমসে পুরুষদের ৫০ মিটার রাইফেল থ্রি-পিস টিম ইভেন্টে সোনা জয় ভারতের
হ্যাংঝোতে অনুষ্ঠিত এশিয়ান গেমসের ষষ্ঠদিনে পুরুষদের টেনিস ডাবলসের ফাইনালে থাইল্যান্ডের কাছে হেরে সোনা হাতছাড়া হল ভারতের। আজ সকালে থাইল্যান্ডের ইসারো প্রুচ্যা এবং জোন্স ম্যাক্সিমাস প্যারাপোলের কাছে ভারতের সাকেথ মাইনেনি এবং রামকুমার রামানাথন ৪-৬, ৪-৬ গেমে হেরে যান। শুক্রবারের ফাইনালে হেরে সোনার পদক হাতছাড়া হল সপ্তম ভারতীয় জুটি রামকুমার রামানাথন এবং সাকেথ মাইনেনি-র। তাঁর ফলে ভারতের ঝুলিতে আরও একটি রুপো নিশ্চিত হয়েছে।