Babar Azam (Photo Credits: Getty Images)

দুবাই, ৬ এপ্রিল: স্বপ্নের ফর্মে পাকিস্তানের অধিনায়ক বাবর আজম (Babar Azam)। ক দিন আগেই দেশের মাটিতে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে দুরন্ত কিছু ইনিংস খেলে পাকিস্তানকে ওয়ানডে সিরিজ জেতানো বাবর আজম পেলেন আইসিসি-র বিচারে বড় স্বীকৃতি। আইসিসি ওয়ানডে Ranking-এ সর্বকালের সেরা ১৫ জনের তালিকায় ঢুকে পড়লেন বাবর।

৮৯১ পয়েন্ট সংগ্রহ করে পাকিস্তানের অধিনায়ক বাবর পিছনে ফেলে দিলেন সচিন তেন্ডুলকর (৮৮৭ পয়েন্ট)-কেও। বাবর আজম ছাড়াও পাকিস্তানের আরও দু'জন এই তালিকায় প্রথম ১৫-র মধ্যে আছেন- ২) জাহির আব্বাস (৯৩১ পয়েন্ট), জাভেদ মিয়াঁদাদ (৯১০)। আরও পড়ুন: কার কাছে যাবে আইপিএল-র সম্প্রচার স্বত্ব? দৌড়ে তাবড় তাবড় সংস্থা

দেখুন টুইট

আইসিসি-র সর্বকালের সেরা ওয়ানডে ব্যাটারের তালিকায় সবার আগে আছেন ওয়েস্ট ইন্ডিজের ভিভ রিচার্ডস (৯৩৫ পয়েন্ট)। ভারতের বিরাট কোহলি (৯১১) এই তালিকায় আছেন ৬ নম্বরে। রোহিত শর্মা আছেন ১৮ নম্বরে।