Babar Azam. (Photo Credits: X)

Pakistan Asia Cup 2025 Squad: ক'বছর আগেও এই দুইজনে ছিলেন টি-২০ ক্রিকেটে পাকিস্তানের সবচেয়ে বড় ম্যাচ উইনার। ২০২১ টি-২০ বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারানোর পিছনে বড় ভূমিকা ছিল বাবর আজম (Babar Azam) ও মহম্মদ রিজওয়ানের (Mohammad Rizwan) ১৫২ রানের অবিচ্ছিন্ন ওপেনিং জুটির। সেই বাবর আজম ও মহম্মদ রিজওয়ানকে আসন্ন এশিয়া কাপ দলে রাখল না পাকিস্তান। দুজনেই শেষবার দেশের হয়ে টি-২০ খেলেছিলেন গত বছর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে। আগামী ৯ সেপ্টেম্বর ইউএই-তে শুরু হতে চলা এশিয়া কাপ টি-২০ টুর্নামেন্টে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন সলমন আলি আঘা। দলে বেশ কয়েকজন নতুন মুখ।

পাকিস্তানের নেতৃত্বে সলমন আলি আঘা

পাকিস্তানের এশিয়া কাপ স্কোয়াডে পুরনোদের মধ্য়ে রয়েছেন-ফকহর জামান, হাসান নওয়াজ, হ্য়ারিস রউফ, হাসান আলি, মহম্মদ ওয়াসিম, ফাহিম আসরাফ, শাহিন আফ্রিদি-রা। অনেকটা নয়া বা অচেনা মুখ- ওপেনার শাহিবজাদা ফারহান, তিন নম্বরে নামা ব্যাটার হাসান নওয়াজ, বাঁ হাতি পেসার, সলমন মির্জা, বাঁ হাতি স্পিনার সুফিয়ান মুকিম। উইকেটকিপার-ব্যাটার হিসাবে থাকছেন মহম্মদ হ্য়ারিস। এশিয়া কাপে পাকিস্তানের হয়ে ওপেন করতে নামবেন শাহিবজাদা ফারহান ও সাইম আয়ুব। তিনে নামতে পারেন হাসান নওয়াজ। মিডল ও লোয়ার মিডল অর্ডারে যথাক্রমে মহম্মদ হ্যারিস, খুশদিল শাহ, ও ফাহিম আশরাফ। অলরাউন্ডার-স্পিনার হিসাবে থাকছেন অধিনায়ক সলমন আঘা। স্পেশালিস্ট তিন স্পিনার- শাহিন আফ্রিদি, হাসান আলি ও হ্যারিস রউফ বা মহম্মদ নওয়াজ। স্পেসালিস্ট স্পিনার হিসাবে দেখা যেতে পারে সুফিয়ান মুকিম-কে।

দেখুন পাকিস্তানের এশিয়া কাপ টি-২০ স্কোয়াড

পাকিস্তানের কবে কাদের সঙ্গে খেলা

প্রসঙ্গত, আসন্ন এশিয়া কাপ টি-২০-তে ভারত, সংযুক্ত আরবআমিরশাহি ও ওমানের সঙ্গে একই গ্রুপে আছে পাকিস্তান। টুর্নামেন্টে পাকিস্তানের প্রথম খেলা ১২ সেপ্টেম্বর ওমানের বিরুদ্ধে। এরপর ১৪ সেপ্টেম্বর, রবিবার দুবাইয়ে ভারত-পাকিস্তান গ্রুপ লিগে মেগা ম্য়াচ। সব ঠিক থাকলে ২১ সেপ্টেম্বর সূর্যকুমার যাদবদের সঙ্গে সুপার ফোরের ম্যাচে খেলবেন সলমন আলি-রা। ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে ফাইনাল।

এশিয়া কাপে পাকিস্তানের স্কোয়াড

শাহিবজাদা ফারহান, সাইম আয়ুব, হাসান নওয়াজ,মহম্মদ হ্যারিস (উইকেটকিপার), খুশদিল শাহ, ফকহর জামান, ফাহিম আশরাফ,সলমন আঘা (অধিনায়ক),শাহিন আফ্রিদি, হাসান আলি, হ্যারিস রউফ,মহম্মদ নওয়াজ, সুফিয়ান মুকিম, সলমন মির্জা, হুসেন তালাত, আব্রার আহমেদ, মহম্মদ ওয়াসিম জুনিয়র।