Pakistan Asia Cup 2025 Squad: ক'বছর আগেও এই দুইজনে ছিলেন টি-২০ ক্রিকেটে পাকিস্তানের সবচেয়ে বড় ম্যাচ উইনার। ২০২১ টি-২০ বিশ্বকাপে ভারতকে ১০ উইকেটে হারানোর পিছনে বড় ভূমিকা ছিল বাবর আজম (Babar Azam) ও মহম্মদ রিজওয়ানের (Mohammad Rizwan) ১৫২ রানের অবিচ্ছিন্ন ওপেনিং জুটির। সেই বাবর আজম ও মহম্মদ রিজওয়ানকে আসন্ন এশিয়া কাপ দলে রাখল না পাকিস্তান। দুজনেই শেষবার দেশের হয়ে টি-২০ খেলেছিলেন গত বছর ডিসেম্বরে দক্ষিণ আফ্রিকা সফরে। আগামী ৯ সেপ্টেম্বর ইউএই-তে শুরু হতে চলা এশিয়া কাপ টি-২০ টুর্নামেন্টে পাকিস্তানকে নেতৃত্ব দেবেন সলমন আলি আঘা। দলে বেশ কয়েকজন নতুন মুখ।
পাকিস্তানের নেতৃত্বে সলমন আলি আঘা
পাকিস্তানের এশিয়া কাপ স্কোয়াডে পুরনোদের মধ্য়ে রয়েছেন-ফকহর জামান, হাসান নওয়াজ, হ্য়ারিস রউফ, হাসান আলি, মহম্মদ ওয়াসিম, ফাহিম আসরাফ, শাহিন আফ্রিদি-রা। অনেকটা নয়া বা অচেনা মুখ- ওপেনার শাহিবজাদা ফারহান, তিন নম্বরে নামা ব্যাটার হাসান নওয়াজ, বাঁ হাতি পেসার, সলমন মির্জা, বাঁ হাতি স্পিনার সুফিয়ান মুকিম। উইকেটকিপার-ব্যাটার হিসাবে থাকছেন মহম্মদ হ্য়ারিস। এশিয়া কাপে পাকিস্তানের হয়ে ওপেন করতে নামবেন শাহিবজাদা ফারহান ও সাইম আয়ুব। তিনে নামতে পারেন হাসান নওয়াজ। মিডল ও লোয়ার মিডল অর্ডারে যথাক্রমে মহম্মদ হ্যারিস, খুশদিল শাহ, ও ফাহিম আশরাফ। অলরাউন্ডার-স্পিনার হিসাবে থাকছেন অধিনায়ক সলমন আঘা। স্পেশালিস্ট তিন স্পিনার- শাহিন আফ্রিদি, হাসান আলি ও হ্যারিস রউফ বা মহম্মদ নওয়াজ। স্পেসালিস্ট স্পিনার হিসাবে দেখা যেতে পারে সুফিয়ান মুকিম-কে।
দেখুন পাকিস্তানের এশিয়া কাপ টি-২০ স্কোয়াড
Pakistan qualified for the Asia Cup Final and Semi-final under Babar Azam's captaincy, unfortunately both lost. 🇵🇰
Will Pakistan qualify for Final and Win? #PakistanCricket #AsiaCup2025 pic.twitter.com/K5Jt9FeK0y
— Tanveer Ali 🇵🇰 (@TanveerA5387) August 17, 2025
পাকিস্তানের কবে কাদের সঙ্গে খেলা
প্রসঙ্গত, আসন্ন এশিয়া কাপ টি-২০-তে ভারত, সংযুক্ত আরবআমিরশাহি ও ওমানের সঙ্গে একই গ্রুপে আছে পাকিস্তান। টুর্নামেন্টে পাকিস্তানের প্রথম খেলা ১২ সেপ্টেম্বর ওমানের বিরুদ্ধে। এরপর ১৪ সেপ্টেম্বর, রবিবার দুবাইয়ে ভারত-পাকিস্তান গ্রুপ লিগে মেগা ম্য়াচ। সব ঠিক থাকলে ২১ সেপ্টেম্বর সূর্যকুমার যাদবদের সঙ্গে সুপার ফোরের ম্যাচে খেলবেন সলমন আলি-রা। ২৮ সেপ্টেম্বর দুবাইয়ে ফাইনাল।