CWG 2022: হাঁটায় প্রিয়াঙ্কার পর এবার স্টিপলচেসে ঐতিহাসক পদক অবিনাশ সাবলের, কেনিয়ার ঐকাধিপত্য কেড়ে রুপো জয় মারাঠির
Avinash Sable . (Photo Credits: Twitter)

বার্মিংহ্যাম কমনওয়েলথ গেমসের অ্যাথলেটিক্সে পরপর দুটো এমন ইভেন্টে পদক এল ভারতের ঝুলিতে যা থেকে তেমন আশা ছিল না। গেমসের নবম দিনের শুরুতে মহিলাদের ১০ হাজার মিটার হাঁটা দৌড় (রেস ওয়াক)-এ রুপো জেতেন উত্তরপ্রদেশের ওয়াকার প্রিয়াঙ্কা গোস্বামী। এই ইভেন্টে কমনওয়েলথ গেমসের ইতিহাসে ভারতের এটাই প্রথম পদক। এরপর পুরুষদের ৩ হাজার স্টিপেলচেসে রুপো জেতেন মহারাষ্ট্রের অবিনাশ সাবলে।

কেনিয়ার অ্যাথলিটের থেকে মাত্র ০.০৫ সেকেন্ড বেশি সময়ে দৌড় শেষ করায় সোবনা হাতছাড়া হল অবিনাশের। ৩০০০ মিটার স্টিপলচেস শেষ করতে অবিনাশ সময় নেন 8:11.20। গত দশটি কমনওয়েলথ গেমসে স্টিপলচেসে সোনা, রুপো, ব্রোঞ্জ-তিনটি পদকই জিতে আসছেন কেনিয়ার অ্যাথলিটকা। স্টিপলচেসে কেনিয়ার সেই একাধিপত্যে থাবা বসালেন ভারতের অবিনাশ। এর আগে ২০১৯ এশিয়ান অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে রুপো জিতেছিলেন অবিনাশ।

দেখুন টুইট

অ্যাথলেটিক্স থেকে চলতি কমনওয়েলথছ গেমসে এখনও পর্যন্ত ভারতের মোট ৪টি পদক এসেছে ( ৩টি রুপো, ১টি ব্রোঞ্জ)। নীরজ চোপড়া না খেলায় নিশ্চিতভাবেই একটা নিশ্চিত সোনা হাতছাড়া হয়েছে ভারতের।

এদিকে, মহিলাদের কুস্তিতে ফাইনালে উঠলেন ভিনেশ ভোগাত। আজ, শনিবার রাতে শ্রীলঙ্কার কুস্তিগীরের বিরুদ্ধে ফাইনালে নামছেন ভিনেশ।

বক্সিংয়ে পুরুষদের ৫১ কেজি বিভাগের ফাইনালে উঠলেন ভারতের তারকা বক্সার অমিত পঙ্গাল। রবিবার ফাইনালে নামছেন অমিত। মহিলাদের ৪৮ কেজি বিভাগের বক্সিংয়ের ফাইনালে উঠেছেন নীতু ঘানহাস। ভারতের আরও দুই বক্সার ফাইনালে উঠেছেন। টেবল টেনিসে পুরুষদের সিঙ্গলসের সেমিফাইনালে উঠেছেন ভারতের শরত কমল।