Aryna Sabalenka

নতুন গ্র্য়ান্ডস্লাম চ্যাম্পিয়ন পেল মহিলাদের টেনিস। অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের সিঙ্গলসে চ্যাম্পিয়ন হলেন বেলারুশের আরিনা সাবালেঙ্কা (Aryna Sabalenka)। শনিবার অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের সিঙ্গলসের ফাইনালে কাজকাস্তানের এলেনা রায়বাকিনার বিরুদ্ধে প্রথম সেটে হেরেও দারুণভাবে কামব্যাক করে শেষ হাসি হাসলেন বেলারুশের আরিনা সাবালেঙ্কা। রড লেভার এরিনায় হাড্ডাহাড্ডি ফাইনালে শেষ অবধি বেলারুশের ৬ ফুটের ২৪ বছর বয়সী সাবালেঙ্কা জিতলেন ৪-৬, ৬-৩, ৬-৪। দুরন্ত একটা ফাইনাল উপহার দিলেন সাবালেঙ্কা ও রায়বাকিনা।

ভিক্টোরিয়া আজারেঙ্কার পর বেলারুশ পেল আরও এক গ্র্যান্ডস্লাম চ্য়াম্পিয়ন। ইউক্রেনের বিরুদ্ধে রাশিয়ার যুদ্ধে সহযোগী হওয়ায় বেলারুশ এবার পুতিনের দেশ অস্ট্রেলিয়ান ওপেনে নিষিদ্ধ। দেশের পতাকা ছাড়াই খেলতে নেমে গ্র্যান্ডস্লাম জিতলেন সাবালেঙ্কা। উইম্বলডন চ্যাম্পিয়ন রায়বিকানাকে হারালেন দুরন্ত টেনিস খেলে। কোনও সেট না হারিয়েই ফাইনালে উঠেছিলেন সাবালেঙ্কা।

দেখুন ট্রফি হাতে সাবালেঙ্কার উচ্ছ্বাস

দেখুন ছবিতে

দেখুন ছবিতে

সাবালেঙ্কার বাবা আইস হকি খেলোয়াড় ছিলেন। একদিন গাড়ি নিয়ে ঘুরতে ঘুরতে এক টেনিস কোর্টের সামনে দাঁড়াতেই খেলাটা দারুণ পছন্দ হয়ে যায় সাবালেঙ্কার। সেই শুরু। এরপর টেনিসের একটার পর একটা ধাপ পেরিয়ে পেশাদার টেনিসে নাম করেন। এর আগে দু বার ইউএস ওপেনে ও একবার উইম্বলডনের সেমিফাইনালে খেলেন। জীবনে প্রথমবার গ্র্য়ান্ডস্লামের ফাইনালে নেমেই বাজিমাত করলেন। এর আগে ডবলসে দু বার গ্র্যান্ডস্লাম খেতাব জিতেছিলেন। দু বছর আগে অস্ট্রেলিয়ান ওপেনে মহিলাদের ডবলসে চ্যাম্পিয়ন হন। তার দু বছর আগে ডবলসে জেতেন ইউএস ওপেন।