মেলবোর্ন, ২৪ জানুয়ারি: অস্ট্রেলিয়ান ওপেনে (Australian Open Tennis 2023) রাশিয়ান ক্ষেপনাস্ত্রের হামলায় ছারখার মার্কিন যুক্তরাষ্ট্রে মিসাইল। পুরুষদের সিঙ্গলসের কোয়ার্টার ফাইনালে মার্কিন যুক্তরাষ্ট্রের সেবাস্তিয়ান কোর্ডাকে হারিয়ে দিলেন রাশিয়ার কারেন খাছানোভ। ম্যাচে ৭-৬, ৬-৩, ৩-০ এগিয়ে থেকে খাছানোভ নিশ্চিত জয়ের দিকে এগিয়ে যাওয়ার সময় চোট পেয়ে কোর্ট ছাড়েন কোর্ডা।
তৃতীয় রাউন্ডে রাশিয়ার সেরা খেলোয়াড় ড্যানিলে মেদভেদকে হারিয়ে চমকে দিয়েছিলেন কোর্ডা। তবে শেষ আটে রাশিয়ার দ্বিতীয় সেরা খেলোয়াড়ের কাছে হেরে অভিযান শেষ হল মার্কিন টেনিস তারকার। এবার চলতি অজি ওপেনের সেমিফাইনালে খাছানোভ খেলবেন দ্বিতীয় কোয়ার্টার ফাইনালে জয়ী গ্রিসের স্টেফানোস সিসিপাস ও চেক প্রজাতন্ত্রের জিরি লেহেকা-র বিরুদ্ধে। আরও পড়ুন-সরাসরি কীভাবে দেখবেন ভারত-নিউ জিল্যান্ড ওয়ানডে
দেখুন ভিডিয়ো
Sebastian Korda has been forced to retire due to injury.@karenkhachanov advances 7-6(5) 6-3 3-0 ret.#AusOpen • #AO2023 pic.twitter.com/AbiEHT4iKh
— #AusOpen (@AustralianOpen) January 24, 2023
তবে ফের রাশিয়ান খেলোয়াড়কে হারানো হল না মার্কিন তারকার। এই প্রথম অস্ট্রেলিয়ান ওপেনের সেমিফাইনালে উঠলেন মস্কোর ২৬ বছরের এই টেনিস তারকা। গত বছর ইউএস ওপেনের শেষ চারে উঠে, প্রথমবার কোনও গ্র্যান্ডস্লামে ওঠার কৃতিত্ব অর্জন করলেছিলেন খাছানোভ।