Rafael Nadal and Daniil Medvedev (Photo: Facebook)

অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open 2022) ফাইনালে আজ মুখোমুখি হতে চলেছেন রাফায়েল নাদাল ও ড্যানিল মেদভেদেভ (Rafael Nadal Vs Daniil Medvedev)। কিংবদন্তী নাদালের সামনে থাকছে ইতিহাস গড়ার হাতছানি। আর মাত্র ১টি জয় পেলেই পুরুষদের টেনিসে সিঙ্গলসে সর্বাধিক গ্র্যান্ডস্লাম জয়ের মালিক হয়ে যাবেন তিনি। অন্যদিকে, রাশিয়ান টেনিস তারকা মেদভেদেভ (Daniil Medvedev) একেবারেই ছেড়ে দেওয়ার পাত্র নন। গত বছরই ইউ এস ওপেনের ফাইনালে নোভাক জকোভিচকে হারিয়ে দিয়েছিলেন তিনি। ফের একবার অঘটন ঘটানোর সুযোগ রয়েছে তাঁর কাছে।

মাত্তেও বেরেত্তিনিকে হারিয়ে অস্ট্রেলিয়ান ওপেনের ফাইনালে উঠেছেন নাদাল। খেলার ফল ছিল ৬-৩, ৬-২, ৩-৬, ৬-৩। অন্যদিকে গ্রিসের স্তেফোনাস সিৎসিপাসের বিরুদ্ধে জয় পেয়েছেন ড্যানিল মেদভেদেভ। রাশিয়ান টেনিস তারকার পক্ষে খেলার ফল ৭-৬ (৭-৫), ৪-৬, ৬-৪, ৬-১।

অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষদের ফাইনালে রাফায়েল নাদাল বনাম ড্যানিল মেদভেদেভ ম্যাচ কখন শুরু হবে?

রাফায়েল নাদাল বনাম ড্যানিল মেদভেদেভ ম্য়াচ ৩০ জানুয়ারি রবিবার ভারতীয় দুপুর ২টোয় শুরু হবে।

অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষদের ফাইনালে রাফায়েল নাদাল বনাম ড্যানিল মেদভেদেভ ম্যাচ কোথায় খেলা হবে?

অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষদের ফাইনালে রাফায়েল নাদাল বনাম ড্যানিল মেদভেদেভ ম্যাচ মেলবোর্নে অনুষ্ঠিত হবে।

অস্ট্রেলিয়ান ওপেনের পুরুষদের ফাইনালের লাইভ কভারেজ কোথায় দেখা যাবে?

অস্ট্রেলিয়ান ওপেন পুরুষদের ফাইনালে রাফায়েল নাদাল বনাম ড্যানিল মেদভেদেভ ম্যাচ সোনি টেন ১ এবং সোনি টেন ৩ চ্যানেলে সরাসরি সম্প্রচার করা হবে।

ম্যাচের অনলাইন লাইভ স্ট্রিমিং কোথায় দেখা যাবে?

অনলাইনে ম্যাচ দেখা যাবে সোনি লিভ অ্যাপ ও ওয়েবসাইটে। ম্যাচের যাবতীয় খুঁটিনাটি জানার জন্য চোখ রাখুন লেটেস্টলি-তে।