Naomi Osaka and Jennifer Brady (Photo:FB)

আজ অস্ট্রেলিয়ান ওপেনের (Australian Open 2021) মহিলাদের ফাইনাল মুখোমুখি হবেন নাওমি ওসাকা ও জেনিফার ব্র্যাডি (Naomi Osaka vs Jennifer Brady)। ২০১৯ সালেও শিরোপা জিতেন নাওমি। সেমিফাইনালে তিনি হারিয়েছেন লেজান্ডারি সেরেনা উইলিয়ামসকে। বিশ্বে তিন নম্বর ওসাকা অস্ট্রেলিয়ান ওপেন জিতে চতুর্থ প্রধান খেতাব অর্জন করতে চাইবেন। ওসাকার দৃষ্টি রয়েছে বিশ্বের এক নম্বর টেনিস তারকা হওয়া। ফেভারিট হিসেবেই কোর্টে নামবেন ওসাকা। টানা ২০টি ম্যাচে অপরাজিত রয়েছেন তিনি। অন্যদিকে জেনিফার ব্র্যাডি তাঁর ক্যারিয়ারে প্রথমবারের মতো গ্র্যান্ডস্ল্যামের ফাইনালে পৌঁছেছেন। ব্র্যাডি সেমিফাইনালে ৬-৪, ৩-৬ ও ৬-৪ গেমে হারিয়েছেন ক্যারোলিনা মুচোভাকে। কোয়ার্টার ফাইনালে তাঁর কাছেই হেরে বিদায় নিয়েছিলেন শীর্ষ বাছাই অ্যাশলি বার্টি।

অস্ট্রেলিয়ান ওপেনের মহিলাদের ফাইনাল কবে আছে?

অস্ট্রেলিয়ান ওপেনের মহিলাদের ফাইনাল আজ শনিবার ২০ ফেব্রুয়ারি হবে।

অস্ট্রেলিয়ান ওপেনের মহিলাদের ফাইনাল কোথায় খেলা হবে?

অস্ট্রেলিয়ান ওপেনের মহিলাদের ফাইনাল হবে রড লেভার এরিনায়।

অস্ট্রেলিয়ান ওপেনের মহিলাদের ফাইনাল কখন খেলা হবে?

অস্ট্রেলিয়ান ওপেনের মহিলাদের ফাইনাল হবে ভারতীয় সময় দুপুর ২টোয়।

অস্ট্রেলিয়ান ওপেনের মহিলাদের ফাইনাল কোন চ্যানেলে লাইভ সম্প্রচার করা হবে?

অস্ট্রেলিয়ান ওপেনের মহিলাদের ফাইনালের লাইভ সম্প্রচার হবে Sony Six SD ও HD চ্যানেলে।

অস্ট্রেলিয়ান ওপেনের মহিলাদের ফাইনালের লাইভ স্ট্রিমিং কোথায় পাওয়া যাবে ?

লাইভ স্ট্রিমিং পাওয়া যাবে SonyLiv অ্যাপ ও ওয়েবসাইটে।