গতকাল, শুক্রবার বেঙ্গালুরুর চিন্নাস্বামী স্টেডিয়ামে বিশ্বকাপে অস্ট্রেলিয়া-পাকিস্তান ম্যাচে গ্যালারিতে দু'রকম চিত্র। বিরাট কোহলির আরসিবি-র হোম গ্রাউন্ডের গ্যালারিতে এক অস্ট্রেলিয়ান সমর্থককে 'ভারত মাতা কি জয়' স্লোগান দিতে গেল।
গ্যালারির অন্য প্রান্তে তখন পাকিস্তান থেকে আসা ব্যক্তিকে 'পাকিস্তান জিন্দাবাদ'বলতে বাধা দিল পুলিশ। সেই পাকিস্তানী ব্যক্তি পুলিশকে বলেন, আমি তো পাকিস্তান থেকে এসেছি, পাকিস্তান জিন্দাবাদ ছাড়া আর কী বলব। বেঙ্গালুরুর পুলিশ তখন তাকে বলে, না ভারত মাতা কী জয়, ঠিক আছে কিন্তু 'পাকিস্তান জিন্দাবাদ 'বলে যাবে না। পুলিশের কথা শুনে তখন সেই পাকিস্তানী সমর্থকের পাশে বসে থাকা দর্শকরা জোরে ভারত মাতা কি জয় বলতে থাকেন।
দেখুন ভিডিয়ো
Australian fans slogans and chanting "Bharat Mata ki Jay" at Yesterday's match in the Chinnaswamy stadium.pic.twitter.com/sqpqpW1xx5
— CricketMAN2 (@ImTanujSingh) October 21, 2023
দেখুন ভিডিয়ো
One Bengaluru Policeman stopped a Pak supporter from saying "Pakistan Zindabad"
Pak supporter said that "People next to him are shouting Bharat Mata ki Jai, why he can't say Pakistan Zindabad"
Policemen responded "Bharat mata ki jai is fine, not Pakistan zindabad"
Based🔥 pic.twitter.com/2xWbEgRQaW
— Squint Neon (@TheSquind) October 20, 2023
প্রসঙ্গত, সেই ম্যাচে পাকিস্তানকে ৬২ রানে হারায় অস্ট্রেলিয়া। প্রথমে ব্যাট করে অস্ট্রেলিয়া নির্ধারিত ৫০ ওভারে করেছিল ৩৬৭ রান, জবাবে ৩০৫ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান।