IND W vs AUS W ODI: মহিলাদের ক্রিকেটে প্রথম সারির দেশের বিরুদ্ধে এই প্রথম ৪০০ রানের ইনিংস গড়ল কোনও দল। শনিবার দিল্লিতে হরমনপ্রীত কৌর-দের বিরুদ্ধে ওয়ানডে সিরিজের তৃতীয় তথা শেষ ম্যাচে ৭ বারের বিশ্ব চ্যাম্পিয়ন অস্ট্রেলিয়া মহিলা দল নির্ধারিত ৫০ ওভারে করল ৪১২ রান। ১-১ অবস্থায় থাকা সিরিজের নির্ধারক ম্য়াচে নেমে একেবারে কাঁপিয়ে দিলেন অজি তারকা বেথ মুনি (Beth Mooney )-র (৭৫ বলে ১৩৮ রান)। মহিলাদের ওয়ানডে ক্রিকেটের ইতিহাসে অজিরা এদিন পঞ্চম সর্বাধিক রান করলেন। ভারত এই প্রথম ৫০ ওভারের ক্রিকেটে ৪০০ রান হজম করল। দিল্লিতে ভারতের বিরুদ্ধে প্রথম ব্য়াট করতে নেমে ৪৭.৫ ওভারে অজিদের ইনিংস এদিন শেষ হয় ৪১২ রানে। আজকেরটা নিয়ে মোট ৭ বার মহিলাদের ওয়ানডে-তে কোনও দল চারশোর বেশি রানের ইনিংস গড়ল।
মহিলাদের ক্রিকেটে এর আগে যারা ওয়ানডে-তে ৪০০ প্লাস স্কোর করেছে
এর আগে যে ৬টি দেশের বিরুদ্ধে ৪০০ প্লাস রানের ইনিংস হয়েছে সেগুলি হল- ১) আয়ারল্য়ান্ড (৪ বার), ২) পাকিস্তান ও ৩) ডেনমার্ক। এই তিনটি দেশই মহিলাদের আন্তর্জাতিক ক্রিকেটে প্রথম সারির দেশ নয়। মহিলাদের ওয়ানডে-তে সর্বোচ্চ রানের ইনিংস নিউ জিল্য়ান্ডের (৪৯১/৫, আয়ারল্যান্ডের বিরুদ্ধে)। মহিলাদের ক্রিকেটে যে ৭বার চারশো রানের বেশি ইনিংস গড়েছে- ১) নিউ জিল্য়ান্ড (৪ বার), ২) অস্ট্রেলিয়া (২ বার) ও ভারত (৪৩৫/৫)।
অস্ট্রেলিয়ার ৪১২
সিরিজের প্রথম ম্য়াচে জিতেছিল অস্ট্রেলিয়া, দ্বিতীয়টিতে জিতেছিল ভারত, সিরজ জিততে হলে হরমনপ্রীত কৌরদের করতে হবে ৪১২ রান
✅ Australia's joint-highest total in women's ODIs
✅ Highest total in a women's ODI vs India
✅ Joint-sixth highest total in all women's ODIs
The visitors run riot in the decider 🔥 https://t.co/EoovVU5pgr | #INDvAUS pic.twitter.com/l2AeGSQGOB
— ESPNcricinfo (@ESPNcricinfo) September 20, 2025
আর দিন দশেক পরেই ভারতের মাটিতে শুরু হতে চলেছে মহিলাদের ওয়ানডে ক্রিকেট বিশ্বকাপ। ঠিক তার আগে ভারতের মাটিতে মহিলাদের ওয়ানডে ক্রিকেটে কোনও টেস্ট খেলিয়ে দেশের বিরুদ্ধে এটাই অস্ট্রেলিয়ার সর্বোচ্চ রান। ২৮ বছর আগে মুম্বইয়ে ডেনমার্কের বিরুদ্ধে মহিলাদের বিশ্বকাপের আগে অজি মহিলারা করেছিলেন ৪১২ রান। ডেনমার্ক টেস্ট খেলে না। দিল্লিতে এদিন ভারতের বিরুদ্ধে প্রথমে ব্যাট করে অজি মহিলা ব্য়াটাররা একেবারে বিস্ফোরক ইনিংস খেললেন। অস্ট্রেলিয়ার তারকা ব্যাটার বেথ মুনি ৭৫ বলে ১৩৮ রানের অবিশ্বাস্য ইনিংস খেললেন। চার নম্বরে নেমে মুনি মারলেন ২৩টি বাউন্ডারি, ১টি ওভার বাউন্ডারি। ওপেনার জর্জিয়া ভল (৬৮ বলে ৮১), এলসি পেরি (৬৮) ও অ্যাশলেঘ গার্ডেনার (২৪ বলে ৩৯)-ও ভাল খেললেন। মুনি এদিন মাত্র ৫৭ বলে সেঞ্চুরি করেন। এদিন ভারতীয় মহিলা দলের বোলাররা একেবারে ধরাশায়ী হন। ভারতের তারকা পেসার অরুন্ধতি রেড্ডি ৮.৫ ওভারে দেন ৮৬ রান।
মহিলাদের ওয়ানডে ক্রিকেটে যুগ্মভাবে দ্বিতীয় সেঞ্চুরি মুনির
That was special from Beth Mooney ⭐ pic.twitter.com/SQwTn8BTeg
— ESPNcricinfo (@ESPNcricinfo) September 20, 2025
১২ অক্টোবর মহিলাদের বিশ্বকাপে মুখোমুখি ভারত ও অস্ট্রেলিয়া
আসন্ন মহিলাদের ওয়ানডে বিশ্বকাপে ভারত ও অস্ট্রেলিয়া মুখোমুখি হবে আগামী ১২ অক্টোবর, বিশাখাপত্তনামে। অজিরা যেভাবে এদিন খেলল, তাতে পরিষ্কার গতবারের চ্যাম্পিয়নরা এবারও কাপ জেতার ব্যাপারে ফেভারিট। প্রসঙ্গত, মহিলাদের ক্রিকেটে অস্ট্রেলিয়ার দাপট একেবারে একচেটিয়া। ওয়ানডে ক্রিকেটে ১২বার বিশ্বকাপ হয়েছে, তার মধ্যে অস্ট্রেলিয়া চ্যাম্পিয়ন হয়েছে ৭বার। ভারত সেখানে কখনই মহিলাদের ক্রিতেটে বিশ্বকাপ জিততে পারেনি।
মহিলাদের ওয়ানডে ক্রিকেটে ৪০০+ রানের ইনিংস
১) নিউ জিল্যান্ড: ৪৯১ রান: আয়ারল্যান্ডের বিরুদ্ধে, ২০১৮ সালে
২) নিউ জিল্যান্ড: ৪৫৫ রান: পাকিস্তানের বিরুদ্ধে, ১৯৯৭ সালে
৩) নিউজল্যান্ড: ৪৪০ রান: আয়ারল্যান্ডের বিরুদ্ধে, ২০১৮ সালে
৩) ভারত: ৪৩৫ রান: আয়ারল্যান্ডের বিরুদ্ধে, ২০১৫ সালে (রাজকোট)
৪) নিউ জিল্যান্ড: ৪১৮ রান: আয়রল্যান্ডের বিরুদ্ধে, ২০১৮ সালে
৫) অস্ট্রেলিয়া: ৪১২ রান: ডেনমার্কের বিরুদ্ধে, ১৯৯৭ বিশ্বকাপে
৬) অস্ট্রেলিয়া: ৪১২ রান : ভারতের বিরুদ্ধে, ২০২৫ সাল (দিল্লি)