GLENN MAXWELL. (Photo Credits: X)

Glenn Maxwell: দেশের মাটিতে দক্ষিণ আফ্রিকা (South Africa)-র বিরুদ্ধে টি-২০ সিরিজ ২-১ জিতে নিল অস্ট্রেলিয়া (Australia)। শনিবার কেয়ার্ন্সে টি-২০ (Cairins T20I) সিরিজের তৃতীয় তথা শেষ খেলা রুদ্ধশ্বাস ম্যাচে ২ উইকেট জিতে সিরিজ পকেটে পুড়ল মিচেল মার্শ (Mitchell Marsh) ব্রিগেড। ৩৬ বলে ৬২ রানের অবিশ্বাস্য অপরাজিত ইনিংস খেলে দলকে একাই জেতালেন অস্ট্রেলিয়ার তারকা অলরাউন্ডার গ্লেন ম্যাক্সওয়েল। ২৬ বলে ৫৩ রানের দুরন্ত ইনিংস খেলেও হারতে হল দক্ষিণ আফ্রিকার নতুন 'ডেভিলিয়ার্স'ডিওয়াল্ড ব্রেভিস। শেষ ওভারে জিততে হলে অস্ট্রেলিয়াকে করতে হত ১০ রান, হাতে ছিল মাত্র ২টি উইকেট। ম্যাক্সওয়েলের সঙ্গে ক্রিজে ছিলেন টেলেন্ডার অ্যাডাম জাম্পা।

কীভাবে দলকে ম্য়াচ ও সিরিজ জেতালেন ম্যাক্সওয়েল

লুঙ্গি এনগেদের শেষ ওভারে প্রথম ওভারের প্রথম দুটি বলে যথাক্রমে ২ রান ও বাউন্ডারি হাঁকিয়ে ম্য়াচ হাতের মুঠোয় নিয়েছিলেন ম্যাক্সওয়েল। কিন্তু এরপর পরপর দুটো বলে রান করতে না পারায় চাপে পড়ে গিয়েছিলেন ম্য়াক্সওয়েল। কিন্তু শেষ ওভারের পঞ্চম বলটা ফুলটসে পেয়ে তার সঠিক ব্যবহার করে শর্ট থার্ডে রিভার্স সুইপ করে দলকে সিরিজ জেতালেন ৩৬ বছরের মেলবোর্নের তারকা অলরাউন্ডার।

দেখুন রিভার্স সুইপ হাঁকিয়ে ম্যাক্সওয়েলের উইনিং স্ট্রোক 

রান তাড়া করতে নেমে অধিনায়ক মিচেল মার্শ (৩৭ বলে ৫৪) ছাড়া আর কোনও স্পেশালিস্ট ব্যাটাররা খেলতেই পারেননি। ট্র্যাভিস হেড (১৯) থেকে জোশ ইংলিশ (০), ক্যামেরন গ্রিন (৯), টিম ডেভিড (১৭)-রা দ্রুত আউট হয়ে যান। কিন্তু ৬ নম্বরে নেমে ২টি ওভার বাউন্ডারি ও ৮টি বাউন্ডারি হাঁকানো ৬২ রানের অপরাজিত ইনিংস খেলে ম্য়াক্সওয়েলই দলকে সিরিজ জেতালেন। বোঝালেন এই বয়েসেও তিনিই সীমিত ওভারের ক্রিকেটে সেরা ম্যাচ উইনার।

ট্র্যাজিক হিরো ব্রেভিস- ৬টি ছক্কায় হাঁকিয়ে ২৬ বলে করেন ৫৩ রান

এদিন চার নম্বরে নেমে ৬টি ওভার বাউন্ডারি ও ১টি বাউন্ডারি হাঁকিয়ে ২৬ বলে ৫৩ রানের বিস্ফোরক ইনিংস খেলেন ব্রেভিস। কিন্তু তাঁর আউটের পর দলের লোয়ার অর্ডার রানের ধারা অব্যাহত রাখতে না পারায় অস্ট্রেলিয়ার নাগালের বাইরে টার্গেটটা নিয়ে যাওয়া সম্ভব হয়নি। টি-২০ সিরিজ শেষের পর এবার অস্ট্রেলিয়ার কেয়ার্ন্সে মঙ্গলবার থেকে শুরু হবে দুই দেশের মধ্যে তিন ম্যাচের ওয়ানডে সিরিজ।

অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা টি-২০ সিরিজের ফলাফল

প্রথম ম্যাচ- ১০ অগাস্ট: অস্ট্রেলিয়া জয়ী ১৭ রানে।

ম্যাচের সেরা- টিম ডেভিড (৫২ বলে ৮৩)

দ্বিতীয় ম্যাচ- ১২ অগাস্ট: দক্ষিণ আফ্রিকা জয়ী ৫৩ রানে।

ম্যাচের সেরা- ডিওয়াল্ড ব্রেভিস (৫৬ বলে অপরাজিত ১২৫ রান)

তৃতীয় ম্যাচ ১৬ অগাস্ট: অস্ট্রেলিয়া জয়ী ২ উইকেটে।

ম্যাচের সেরা- গ্লেন ম্যাকওয়েল (৩৬ বলে ৬২ রান)

সিরিজ জয়ী- অস্ট্রেলিয়া (২-১)। সিরিজ সেরা-ডিওয়াল্ড ব্রেভিস (মোট ১৮০ রান, ব্যাটিং গড়: ৬০)