ব্রিসবেন, ১৭ ডিসেম্বর: গাব্বায় অস্ট্রেলিয়া-দক্ষিণ আফ্রিকা টেস্টের প্রথম দিনে পড়ল ১৫টা উইকেট। একেবারে দাপিয়ে বেরালেন বোলাররা। তবু সবুজ পিচে ট্র্যাভিস হেডের ৭৭ বলে অপরাজিত ৭৮ রানের ইনিংসের সৌজন্যে মাথা উঁচু করে মাঠ ছাড়ল অস্ট্রেলিয়াই। দিনের শেষে অস্ট্রেলিয়া পিছিয়ে মাত্র ৭ রানে, প্য়াট কামিন্সদের হাতে এখনও পাঁচ উইকেট। প্রথম দিনের শেষে দক্ষিণ আফ্রিকার ১৫২ রানের জবাবে, প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার স্কোর ৫ উইকেটে ১৪৫ রান।
প্রথম ইনিংসে প্রোটিয়াদের করা ১৫২ রানের জবাবে খেলতে নেমে মাত্র ২৭ রানের মধ্য়ে ৩ উইকেট হারিয়েছিল অজিরা। অজি ওপেনার ডেভিড ওয়ার্নার (০) ইনিংসের প্রথম বলেই প্রোটিয়া পেসার কাগিসো রাবাদার দুরন্ত ডেলিভারিতে আউট হন। এরপর দ্রুত উসমান খোয়াজা (১১) ও মার্নাস লাবুসচানে (১১)-র উইকেট হারিয়ে চাপে পড়ে গিয়েছিল অজিরা। তারপর স্টিভ স্মিথ-ট্র্য়াভিস হেড ভালই লড়ছিলেন। কিন্তু দিনের খেলার একেবারে শেষের দিকে আউট হয়ে যান স্টিভ স্মিথ (৩৬) ও নাইট ওয়াচম্যান হিসেবে নামা বোল্যান্ড (১)। কিন্তু একেবারে আক্রমণাত্মক ইনিংস খেলে যাবতীয় চাপ সরিয়ে দলকে স্বস্তির জায়গায় নিয়ে যান হেড। রাবাদা ও এনরিক নর্তজে দুটি করে উইকেট নেন। মার্কো জেনসন নেন একটি উইকেট। আরও পড়ুন-
দেখুন টুইট
On a day majorly dominated by the bowlers, @travishead34's counter-attacking 7️⃣8️⃣* won us all over 🤩
Can he get to a famous 💯 tomorrow? 💬⤵️#TravisHead #AUSvSA #SonyLIV pic.twitter.com/f4D6EPQr6h
— Sony LIV (@SonyLIV) December 17, 2022
এর আগে, ব্রিসবেনে দক্ষিণ আফ্রিকা অল আউট হয়ে যায় মাত্র ১৫২ রানে। টসে জিতে দক্ষিণ আফ্রিকাকে প্রথমে ব্য়াট করতে পাঠান অজি অধিনায়ক প্যাট কামিন্স। শুরু থেকেই দাপট দেখাচ্ছিলেন অজি পেসাররা। ২৭ রানের মধ্যে ৪ উইকেট হারিয়েছিল প্রোটিয়ারা। সবুজ পিচে যেন আগন ঝরাচ্ছিলেন মিচেল স্টার্ক, প্যাট কামিন্স, স্কট বোল্যান্ডরা।
ছয় নম্বরে ব্য়াট করতে নেমে প্রোটিয়া উইকেটকিপার কেইল ভেররেইনে (৬৪) দারুণ একটা ইনিংস না খেললে দক্ষিণ আফ্রিকার লজ্জা আরও বাড়ত। তেম্বা বাভুমা (৩৮)-ও লড়েন। তবে বাকিরা পুরোপুরি ব্যর্থ। দক্ষিণ আফ্রিকার মাত্র চারজন ব্যাটার দু অঙ্কের রান করেন। সবুজ পিচেও দারুণ বল করে মাত্র ১৪ রান দিয়ে তিন উইকেট তুলে নেন অজি স্পিনার ন্যাথান লিঁয়। স্টার্ক ৩টি, কামিন্স ও বোল্যান্ড ২টি করে উইকেট নেন।