দুবাই, ১৪ নভেম্বর: আজ, রবিবার টি-২০ বিশ্বকাপের ফাইনালে (T20 World Cup 2021) মুখোমুখি নিউ জিল্যান্ড (New Zealand) -অস্ট্রেলিয়া (Australia)। কিউই না ক্যাঙারু, কাদের দেশে আন্তর্জাতিক ক্রিকেটের ক্ষুদ্রতম সংস্করণের ট্রফি হাতে ওঠে সেটাই দেখার। যে দেশই চ্যাম্পিয়ন হোক, তারাই এই প্রথম টি টোয়েন্টি বিশ্বকাপে চ্যাম্পিয়ন হবে। ইংল্যান্ডের মত শক্তিশালী দেশকে সেমিফাইনালে হারিয়ে খেতাবি লড়াইয়ে উঠছে নিউ জিল্যান্ড। সুপার পর্বে পর্বে পাকিস্তানের কাছে হারলেও বাকি সব ম্যাচে একেবারে পারফেক্ট ক্রিকেট খেলেছে কিউই দল। ব্যাটে-বলে অপ্রতিরোধ্য দেখাচ্ছে নিউ জিল্যান্ডকে। ২০১৫ ও ২০১৯- পরপর দুটো ওয়ানডে বিশ্বকাপের ফাইনালে হারে নিউ জিল্যান্ড। এবার আর কিছুতেই ফাইনালে হারতে রাজি নয় কিউই দল।
অন্যদিকে, সেমিফাইনালে পাকিস্তানের বিরুদ্ধে অবিশ্বাস্য জয় ছিনিয়ে এনে চনমনে অস্ট্রেলিয়া। অজিরা যে ফাইনালে উঠতে পারে, টুর্নামেন্টে শুরুর আগে তা কেউ হিসেবই রাখেননি। অনেকেই বলেছিলেন, টি-২০-তে অস্ট্রেলিয়া সুবিধা করতে পারে না। কিন্তু ওয়ার্নার, ম্যাক্সওয়েল, জাম্পা, ওয়েডরা সেটা মিথ্যা প্রমাণ করেছেন। আরও পড়ুন: কেটেছে জট, জাতীয় ক্রিকেট অ্যাকাডেমির প্রধান হতে রাজি ভিভিএস লক্ষ্মণ
ইংল্যান্ডের বিরুদ্ধে সুপার ১২ পর্বের ম্যাচ বাদ দিলে গোটা টুর্নামেন্টে দারুণ খেলেছে অ্যারন ফিঞ্চের নেতৃত্বে খেলা অজি দল। অস্ট্রেলিয়ার বোলিং বেশ ভাল হচ্ছে। আরও বড় কথা সেমিফাইনালে ম্যাথু ওয়েডের অমন অবিশ্বাস্য ইনিংসের পর, অজি দলে একা হাতে ম্যাচ বের জেতানোর ক্ষমতার সংখ্যাটা অনেকটা বেড়ে গিয়েছে। ওয়ানডে-তে পাঁচবার বিশ্বচ্যাম্পিয়ন হওয়া অস্ট্রেলিয়া এবার টি-২০ দুনিয়াতেও সেরা হতে মরিয়া।
টি টোয়েন্টি বিশ্বকাপ ২০২১-এর ফাইনালে নিউ জিল্যান্ড বনাম অস্ট্রেলিয়া ম্যাচ কবে, কখন, কোথায় অনুষ্ঠিত হবে
নিউ জিল্যান্ড বনাম অস্ট্রেলিয়া ফাইনাল ম্যাচ ১৪ নভেম্বর, রবিবার দুবাইয়ের আন্তর্জাতিক স্টেডিয়ামে ভারতীয় সময় সন্ধ্যা সাড়ে ৭টা থেকে শুরু হবে।
কীভাবে টিভিতে সরাসরি দেখতে পাবেন নিউ জিল্যান্ড বনাম অস্ট্রেলিয়া ম্যাচ?
স্টার স্পোর্টস নেটওয়ার্কের বিভিন্ন চ্যানেল, যেমন স্টার স্পোর্টস ১ এসডি ও এইচডি, স্টার স্পোর্টস ৩ এসডি ও এইচডি, স্টার স্পোর্টস সিলেক্ট এইচডি-র মাধ্যমে সরাসরি দেখানো হবে এই খেলা। সম্প্রচার শুরু সন্ধ্যা ৬টা থেকে। তবে সরাসরি খেলা শুরু সন্ধ্যা সাড়ে ৭টা থেকে। সন্ধ্যা ৭টা থেকে হবে টস।
অনলাইনে কীভাবে সরাসরি দেখবেন নিউ জিল্যান্ড-অস্ট্রেলিয়া ফাইনাল
ডিজনি+হটস্টারের মাধ্যমে সরাসরি দেখতে পাবেন এই ম্যাচ।